January 10, 2025

কালিয়াগঞ্জ এর সুকান্ত মোরে গিনি হাউজের অবৈধ নির্মাণ ভেঙে দিলেন পৌরপতি কাত্তিক চন্দ্র পাল

1 min read

তন্ময় চক্রবর্তী ও তুফান মোহন্ত :- দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে দোকান নির্মাণ করছিলেন কালিয়াগঞ্জ এর সুকান্ত মোরে অবস্থিত গিনি হাউজ এর কর্ণধার দুলাল পর্দার    এই অভিযোগে আজ স্বয়ং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল  নিজে দাঁড়িয়ে থেকে সে অবৈধ নির্মাণ ভেঙে দিলেন

তিনি বলেন অবৈধ নির্মাণ কোনভাবেই বরদাশত করা হবে না তাই এই নির্মাণ বন্ধ করা হয়েছে  নির্মাণকাজ ভেঙে দিয়ে পৌরপতি কার্তিক পাল আরও বলেন কালিয়াগঞ্জ এর সুকান্ত মোরে একটি সোনার দোকান যার নাম গিনি হাউজ বলে পরিচিত সেই দোকানের অবৈধ নির্মাণ চলছিল সেই খবর তার কাছে আসায়  সঙ্গে সঙ্গে  পুলিশকে সঙ্গে নিয়ে    তিনি সেই দোকানে সামনে গিয়ে তার অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেন

জানা যায় দীর্ঘদিন ধরে তিনি এবং কালিয়াগঞ্জ থানার তরফ  থেকে গিনি হাউজ এর কর্ণধার দুলাল পর্দার কে সতর্ক করলেও তিনি ব্যাপারে কোন কর্ণপাত করেনি উপরন্তু বহাল তবিয়তে সেই নির্মাণ কাজ করছিলেন আজ তাই  পৌরসভার কর্মী এবং পুলিশ কর্মীদের সাথে নিয়ে তিনি নির্মাণকাজ ভেঙে ফেললেন 

এদিকে গিনি হাউজ এর কর্ণধার দুলাল পোদ্দার জানান তিনি কোন অবৈধ নির্মাণ করছিলেন না তবুও তাকে ভাঙতে হলো  তার দোকান ঘর 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিকে শহরের বুকে বেআইনি দোকান ঘরঘর নির্মাণ যেভাবে ভেঙে দিল পৌরপতি নিজে দাঁড়িয়ে থেকে তাকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী শহরের বাসিন্দারা বলেন অবৈধ নির্মাণ বন্ধ করতে পৌর প্রশাসন যে ভূমিকা নিল তা এক নজিরবিহীন ঘটনা এই ধরনের ঘটনা বিগত দিনে দেখা যায়নি যা এক সাহসী পদক্ষেপ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *