January 7, 2025

কালিয়াগঞ্জের পুরোহিত মঞ্চের ২০০ পুরোহিত সরকার ঘোষিত পুরোহিত ভাতা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ

1 min read

কালিয়াগঞ্জের পুরোহিত মঞ্চের ২০০ পুরোহিত সরকার ঘোষিত পুরোহিত ভাতা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮ সেপ্টেম্বর:রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি ভাবে পুরোহিতদের জন্য পুরোহিত ভাতার কথা বিধান সভা নির্বাচনের পূর্বে ঘোষণা করলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের আনুমানিক ২০০ জন পুরোহিত ভাতা থেকে বঞ্চিত হওয়ায় রাজ্য সরকারের কাজকর্মে ভীষন ক্ষুব্ধ।বুধবার কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের সভাপতি অজিত তলাপাত্র ক্ষোভের সুরে বলেন একই যাত্রায় পৃথক ফল কেন হবে?সংগঠনের সভাপতি অজিত তলাপাত্র বলেন বিগত দুই বছর ধরে করোনা আবহের কারনে কালিয়াগঞ্জ শহরের পূজাআচরা একরকম বন্ধ হয়ে আছে বলা যায়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হত দরিদ্র পুরোহিতদের কথা বিবেচনা করে এক হাজার টাকা করে মাসিক ভাতা ঘোষণা করেছিলেন

।কিন্তু কোন এক অজ্ঞাত কারনে অন্য জেলার পুরোহিতরা ভাতা প্ৰতি মাসে পেলেও কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের পুরোহিতরা তা থেকে বঞ্চিত হয়ে আছে।কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের সম্পাদক স্বপন মজুমদার ক বললেন কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চের দুই শতাধিক পুরোহিত থাকলেও দুই মাস আগে আমাদের পুরোহিত মঞ্চের মাত্র ১১থেকে ১২ জন পুরোহিত মমতা বন্দ্যোপাধ্যারের ঘোষণা অনুযায়ী ভাতা পেয়েছে বলে স্বপন মজুমদার জানালেন।তিনি বলেন যেখানে দুইশো জনের কাগজপত্র জমা দেওয়া হয়েছে সেখানে মাত্র ১১ থেকে ১২ জন এই পুরোহিত ভাতা

পাওয়ায় আমাদের সংগঠনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে।ঘোষণা করার পরেও কেন দরিদ্র পুরোহিতদের ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে তা বুঝতে পারছিনা।করোনা আবহের কারনে শহরে বিভিন্ন ধরনের পূজা একরকম বন্ধ হয়ে যাবার উপক্রম।।

অথচ এক যাত্রায় পৃথক ফল পুরোহিতদের ভাতা বন্ধ থাকলেও মোয়াজ্জেম ও ইমামদের ভাতা ঠিক সময়েই দেওয়া হচ্ছে।আমরা পুরোহিত মঞ্চের সদস্যরা কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরে দীর্ঘদিন পূর্বে সমস্ত কাগজপত্র জমা দিলেও কোন কাজ হয়নি বলে স্বপন মজুমদার জানান।

তিনি বলেন কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারাকে কয়েকবার জানালেও তিনি বলেন কোন খবর নেই।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন তার কাছে পুরোহিত মঞ্চের ভাতার কোন খবর নেই বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *