চোপড়ার চিতলঘাটায় মহানন্দা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করবার জন্য জেলা শাসক পরিদর্শন করে আধিকারিকদের করা নির্দেশ দিলেন-
1 min readচোপড়ার চিতলঘাটায় মহানন্দা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করবার জন্য জেলা সাশক পরিদর্শন করে আধিকারিকদের করা নির্দেশ দিলেন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৭ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের চিতলঘাটায় মহানন্দা নদীর তীরে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আচমকা মহানন্দা ঘাট পরিদর্শনে যান অবৈধ ভাবে বালি নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখতে যান।
সেখানে গিয়ে স্থানীয় প্রশাসনের সকল আধিকারিকদের নির্দেশ দেন যে কোন ভাবে নদীতে খনন করে অবৈধ বালির ব্যবসা বন্ধ করতে হবে।প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়ে দেন।জেলা শাসকের সাথে মঙ্গলবার চিতলঘাটায় পরিদর্শনে যান ইসলামপুরের মহকুমাশাসক,চোপড়ার বি ডি ও এবং চোপড়া থানার আই সি।এই ঘটনায় এলাকার বালির দালালরা কিছুটা হলেও শঙ্কিত হয়ে পড়ে বলে জানা যায়।