তিস্তা ক্যানেলের ওপর দুর্বল সেতু দিয়ে চলছে ভারী যানবাহন
1 min read
জয়দেব গোপ চোপড়া: চোপড়া থানার হাপতিয়াগছ এলাকার তিস্তা ক্যানেলের ওপর দুর্বল সেতু দিয়ে চলছে ভারী যানবাহন। যার ফলে যেকনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতু। সেই সেতু দুর্বল হওয়ার কারণে সেতুর দুপাশে লাগানো হয়েছে বোর্ড যাতে লেখা রয়েছে দুর্বল সেতু ভারী যান চলাচল নিষিদ্ধ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবুও কোনো পরোয়া না করেই সেই দুর্বল সেতুর উপর দিয়েই চলছে চা পাতা বোঝাই পিকআপ,লরি ট্রাক সহ ভারী যানবাহন। এই ভারী যানবাহন চলাচলের ফলে যেকনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে হাপতিয়াগছ এলাকার তিস্তা ক্যানেলের সেতু।এই সেতু হয়ে যেতে হয় চটহাট,ফাঁসীদেওয়া,ফুলবাড়ী ও শিলিগুড়ি যাতায়াত করে এলাকার মানুষ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});