দলিও শো কোজের ঝামেলা মিটিয়ে চোপড়ার ৮ নং মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শহর বানু
1 min read
জয়দেব গোপ চোপড়া: পঞ্চায়েত নির্বাচনের পর দীর্ঘ প্রতীক্ষা এবং দলিও শো কোজের ঝামেলা মিটিয়ে চোপড়ার ৮ নং মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শহর বানু । সোমবার আনুষ্ঠানিক ভাবে দলিও কর্মীদের উপস্থিতিতে তিনি কার্যাভার গ্রহণ করেন।তিনি চেয়ারে বসেই এক সাক্ষাৎকারে জানান মানুষ উন্নয়নের জন্যেই তাকে ভোট দিয়ে জিতিয়েছেন,তাই তিনি দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে দায়িত্ব নিয়ে কাজ করবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপপ্রধান বিশ্বজিৎ সিংহ জানান, আমরা প্রথমে গত পঞ্চায়েতের অসমাপ্ত কাজগুলি করব এবং এলাকার বেশকিছু রাস্তা বেহাল হয়ে আছে সেই রাস্তা গুলি করার জন্য প্রয়োজনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করব। উল্লেখ এই অঞ্চলে ২৬ জন সদস্যের মধ্যে ২৬জনই তৃনমূল কংগ্রেস থেকে বিজয়ী হয়েছেন।কিন্তু বোর্ড গঠনে দলিও প্যানেলের বিরুদ্ধে শহর বানু প্রধান নির্বাচিত হলে দল তাকে শোকজ করেছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন পঞ্চায়েতে আসতে পারেনি প্রধান।অবশেষে দল উন্নয়নের কথা মাথায় রেখেই অন্তর্বর্তী কালীন শহর বানুকে প্রধান পদে বসার অনুমতি দেন। প্রধান দায়িত্বভার গ্রহণ করতে খুশির হওয়া মাঝিয়ালী অঞ্চলে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});