January 10, 2025

মহা সমারোহে পালিত হল ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বিজয়া ও দীপাবলি সম্মিলনী

1 min read
সুবল গোপ চোপড়া : রবিবার সন্ধ্যায় মহা সমারোহে  পালিত হল ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বিজয়া ও দীপাবলি সম্মিলনী।অনুষ্ঠানে প্রেস ক্লাবের সকল সদস্য ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ডালখোলা পুরসভার প্রাপ্তান পুর প্রধান,সুভাষ গোস্বামী,ইসলামপুরের পুর প্রধান তথা বিধায়ক কানাইয়া লাল আগারওয়াল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান  চক্রবর্তী প্রেস ক্লাবের সভাপতি সালভা সিংহ সহ সভাপতি মেহেদী  হেদায়েতুল্লা সহ অন্যান্যরা। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক কাজল মণ্ডল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এরপর চলে পুষ্প স্তবক দিয়ে বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন ও সম্মানীয় ব্যক্তিদের গোলাপ দিয়ে সম্মান জানানো। ইসলামপুর পথ সাথিতে এই অনুষ্ঠানে নাচ গানে সকলের মন ভরিয়ে দেন সংগীত শিল্পী বিউটি চক্রবর্তী, ও ইসলামপুর নক্ষত্র ড্যান্স একাডেমির ছাত্র ছাত্রীরা ।অনুষ্ঠানের ভুয়োসি প্রশংসা করে বক্তব্য রাখেন, সাংসদ মহম্মদ সেলিম বিধায়ক কানাইয়া লাল আগারওয়াল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি অংশুমান চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিরা ।

 সভা শেষে অনুষ্ঠানে যোগদান কারী সকলের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করেন আয়োজক ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব । সমস্ত অনুষ্ঠানটি সাজিয়ে গুছিয়ে সঞ্চালনা করেন,সুশান্ত নন্দী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *