ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের ছবি এঁকে এক অন্য রকমের শিক্ষক দিবস পালন পতিরাম চকহায় পাহানপাড়ায় সংস্থার সদস্যারা
1 min readডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের ছবি এঁকে এক অন্য রকমের শিক্ষক দিবস পালন পতিরাম চকহায় পাহানপাড়ায় সংস্থার সদস্যারা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৫ সেপ্টেম্বর ময়ূরাক্ষী মালাকারের নিজ হাতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন মনীষীর ছবি এঁকে সেই প্রতিকৃতিতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই শিক্ষক দিবস অনুষ্ঠানের সূচনা হয় পতিরাম চকহার পাহানল্পাড়ার সড়সাদের দ্বারা পরিচালিত ও ব্যবস্থায়নায় পতিরাম নাগরিক ও যুব সমাজ।শিক্ষক দিবস সংক্রান্ত অর্থাত্
এই দিবসের পালনের সার্থকতা বিষয়ে বক্তব্য রাখে সংস্থার সদস্যা তনুশ্রী কর্মকার ও দীপাণ্বিতা মুখার্জি।উপস্থিত শিশু কিশোর কিশোরীদের নাচ গান আবৃত্তিতে ভরপুর হয়ে ওঠে আজকের অনুষ্ঠান।ক্যুইজ পরিচালনা করে ময়ূরাক্ষী মালাকার, রাজদীপা ধর, রুহিনা খাতুন।সমবেত সঙ্গীত পরিবেশন করে
দেবস্মিতা সমাজদার এবং দীপাণ্বিতা মুখার্জি।ক্যুইজ প্রতিযোগিতায় জয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয় সংস্থার সদস্য-সদস্যারাকেশ গুপ্তা, নিতাই সরকার, বাপী ইসলাম, অমিত বর্মণ, কৌশিক সাউ, সন্দীপ দাস, অভিজিত্ মুখার্জি, প্রলয় সূত্রধর, শুভদ্বীপ সাহা,বিশ্বজিৎ প্রামাণিক।অনুষ্ঠান শেষে সকলের মধ্যে চকলেট ও কলম বিতরণ করা হয়