কালিয়াগঞ্জের স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কার্যালয়ে স্টুডেন্ট হেলথ হোমের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল
1 min readকালিয়াগঞ্জের স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কার্যালয়ে স্টুডেন্ট হেলথ হোমের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল
তপন চক্রবর্তী – কালিয়াগঞ্জ ২ রা সেপ্টেম্বর:বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কার্যালযে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে স্টুডেন্ট হেলথ হোমের ৭০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক প্রবীর কুমার সাহা।উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক সম্পাদক রঞ্জন কুমার মোদক,পার্থ দাস,ধীরেন পাহান,অরিজিৎ বিশ্বাস,কমল বোস সহ কুশমন্ডি ও হেমতাবাদের সদস্যগন।
জানা যায় আগামী ৫ই সেপ্টেম্বর আঞ্চলিক কার্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান যথাযথ মর্যাদা সহকারে পালন করা হবে।