মর্যাদার সাথে কুশমন্ডি থানায় পালিত হলো পুলিশ দিবস উদযাপন।
1 min readমর্যাদার সাথে কুশমন্ডি থানায় পালিত হলো পুলিশ দিবস উদযাপন।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ১ সেপেম্বর গোটা রাজ্যের পাশাপাশি যথাযথ মর্যাদার সাথে এদিন কুশমন্ডি থানায় পালিত হলো পুলিশ দিবস। এদিন কুশমন্ডি থানার আইসি তপন পাল, কেঁক কেটে পুলিশ দিবস উদযাপন করেন।থানার সকল পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মিষ্টি মুখ করান আইসি তপন পাল।
আইসি তপন পাল পুলিশের এই বিশেষ দিনে সাধারণ মানুষের জন্য সচেতনতামূলক বার্তা দেন। তিনি বলেন সাধারণ মানুষের অভিযোগ এলেই আমাদের ততক্ষণাত সেই অভিযোগের তদন্ত করতে হবে। এবং মানুষের পাশে থাকবো। সব রকম কঠিন পরিস্থিতিতেও সাধারণ মানুষের সমস্যার সমাধান করবো।উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তপন পাল সহ, কুশমন্ডি থানার সিভিক ভলান্টিয়াররা।