January 8, 2025

পুলিশ দিবস উদযাপন হলো ইসলামপুর থানা উদ্যোগে

1 min read

পুলিশ দিবস উদযাপন হলো ইসলামপুর থানা উদ্যোগে

পুলিশ দিবস উদযাপন হলো ইসলামপুর থানা উদ্যোগে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যার মধ্যে মাক্স বিতরণ ছিল অন্যতম। এই করোণা মহামারী সময়ে এখনো যারা মাক্স না পড়ে সাধারণ মানুষ বাইরে ঘোরাঘুরি করেন পুলিশ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে মাক্স বিতরণ করাহয়।

তাদের হাতে একটি করে গোলাপ ফুল দেওয়া হয়। ইসলামপুর থানার আইসি শমিক চট্টোপাধ্যায় সহ থানার বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। শমিক চট্টোপাধ্যায় আইসি জানান বিভিন্ন অনুষ্ঠান আজকে এই পুলিশ দিবস উপলক্ষে রাখা হয়েছিল। তার মধ্যে বিকেলের দিকে জাতীয় সড়কের উপরে চলাচল কারী টোটো চালক গাড়ির ড্রাইভার বাস সহ পথচারীর সাধারণ মানুষদের মধ্যেও এই মাক্স বিতরণ করা হয়। তিনি আরো বলেন এই করোনা অতি মারি পরিস্থিতি যায়নি তো সবাইকে সাবধানতার সঙ্গে থাকতে হবে।

এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এবং তিনি আরও বলেন আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুলিশ দিবস পালন করা হয়। ইসলামপুর থানার সাধারণ মানুষ শের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশের সঙ্গে সহযোগিতা করতে। এবং করণা অতি মাড়ির যে সরকারের নির্দেশ রয়েছে তা পালন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..