টেলিফোণে এক সাক্ষাৎকারে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন প্রধান ও উপপ্রধানদের চার থেকে পাঁচ হাজার ভোটের লিড দিতে হবে আসন্ন লোকসভা ভোটে
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- আসন্ন লোকসভা ভোটে সারা রাজ্যের দলের প্রধান ও উপপ্রধানদের জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে চার থেকে পাঁচ হাজার ভোটের লিড দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।গতকাল রাতে টেলিফোণে এক সাক্ষাতকারে শুভেন্দুবাবু বলেন, বর্তমান সময়ে সব থেকে বেশি অর্থ ও উন্নয়নের ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের হাতে রয়েছে।
দল আপনাদের প্রধান ও উপপ্রধান করেছে। লোকসভা ভোট যখনই হোক না কেন, আপনাকে গ্রাম পঞ্চায়েতে চার থেকে পাঁচ হাজার ভোটের লিড দিতে হবে। লিড কম হলে অঞ্চল সভাপতির দিকে আঙুল তুললে চলবে না। শুভেন্দুবাবু আরও বলেন, গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। পঞ্চায়েতগুলিকে জনমুখী করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমি পঞ্চায়েত প্রধানদের বলছি, এখন থেকে সতর্ক হন। পঞ্চায়েতের নীতি মেনে কাজ করুন। প্রশাসনিক ক্ষমতা আপনার হাতে। উন্নয়নমূলক কাজও আপনার হাতে। আপনি ক্ষমতা ভোগ করবেন। সরকারি চেয়ারে বসবেন। আর ভোটের সময় অঞ্চল সভাপতির দিকে আঙুল দেখাবেন, এটা হতে পারে না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অঞ্চল সভাপতি ও প্রধানের সমন্বয়ে এবার ভোট করাতে হবে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে।তিনি আরও বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সাম্প্রদায়িক ঝুটা সরকারকে উপড়ে ফেলতে হবে। এই সরকার জিএসটিতে ডাহা ফেল করেছে, নোটবন্দিতেও ফেল করেছে, মেক ইন ইন্ডিয়াতেও ফেল করেছে। পাশের কোনও গল্প নেই। এই সরকারকে উপড়ে ফেলতে হলে এই রাজ্যে আমাদের ৪২টি
আসনের লক্ষ্য নিয়ে এগতে হবে।
আসনের লক্ষ্য নিয়ে এগতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});