শিশুশ্রম মুক্ত বাজার করার উদ্যোগ রায়গঞ্জে, মোহন বাটি বাজারে উপস্থিত রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস
1 min read
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন শিশুশ্রম
মুক্ত বাজার করার উদ্যোগ নিল আজ রায়গঞ্জ মোহন বাটি বাজারে এই বাজার গড়ার শপথ নেওয়ার
জন্য একটি আয়োজন করা হয় সচেতনতামূলক রেলীর ।
মুক্ত বাজার করার উদ্যোগ নিল আজ রায়গঞ্জ মোহন বাটি বাজারে এই বাজার গড়ার শপথ নেওয়ার
জন্য একটি আয়োজন করা হয় সচেতনতামূলক রেলীর ।
আজ আন্তর্জাতিক শিশু দিবসে সংগঠনের সদস্যরা মোহনবাটি এলাকার ব্যবসায়ীদের সচেতন করতে এই উদ্যোগ নেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলিতে অংশ নেয় ব্যবসায়ীরা ও সমাজের সর্বস্তরের মানুষ।এদিনের কর্মসূচিতে সামিল হয়েছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী,জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম রায়, সমাজকর্মী সুব্রত সরকার, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্য, সমীর সাহা,সমীর কুন্ডু, সমাজকর্মী সুমন রায় সহ অন্যান্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});