January 8, 2025

পড়ুয়াদের উপর বরখাস্ত তোলা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে নাগরিক মঞ্চের বিক্ষোভ মিছিল।

1 min read

পড়ুয়াদের উপর বরখাস্ত তোলা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে নাগরিক মঞ্চের বিক্ষোভ মিছিল।

দিব্যেন্দু গোস্বামী বীরভূম  বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর পড়ুয়া এবং অধ্যাপকদের উপর দিনের পর দিন একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে সোমবার শান্তিনিকেতনের বকুলতলা থেকে একটি মিছিল শুরু করলো নাগরিক মঞ্চের সদস্যরা।

এই মিছিলটি যাবে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে তৈরি হওয়া পড়ুয়াদের বিক্ষোভ মঞ্চ পর্যন্ত। নাগরিক মঞ্চের এই সদস্যদের দাবি, অবিলম্বে বরখাস্ত করা তিন পড়ুয়ার উপর থেকে এই বরখাস্ত বিজ্ঞপ্তি তুলে নিতে হবে। পাশাপাশি তারা উপাচার্যের পদত্যাগের দাবি করেছেন। তারা এই মিছিল থেকে সোচ্চার হয়েছেন বিশ্বভারতীর গরিমা কে রক্ষা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..