January 8, 2025

করণদিঘির বিধায়ক গৌতম পালে‌র উদ্যোগে নন্দ উৎসব ২০২১ পালিত হল করণদিঘির ডুকিভিটায়

1 min read

করণদিঘির বিধায়ক গৌতম পালে‌র উদ্যোগে নন্দ উৎসব ২০২১ পালিত হল করণদিঘির ডুকিভিটায়

প্রদীপ সিনহা রিপোর্ট করণদিঘি  অতি আনন্দের সহিত করণদিঘির বিধায়ক গৌতম পালে‌র উদ্যোগে নন্দ উৎসব ২০২১ পালিত হল করণদিঘির ডুকিভিটায় । ‌ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার করণদিঘীর বিধায়ক গৌতম পাল নিজ উদ্যোগে বাড়ির সামনে নন্দ উৎসব উপলক্ষে নারীকেল খেলার আয়োজন করে। এদিন সকাল ১০ টা থেকেই শ্রীকৃষ্ণের কীর্তনের মধ্য দিয়ে খেলার আরম্ভ হয়।

এদিন বিধায়ক গৌতম পাল নিজেও নারিকেল খেলা তথা দধিকাঁদো খেলায় অংশগ্রহণ করেন । এদিনের নন্দ উৎসবে প্রধান তিনটি খেলা ছিল নারিকেল খেলা,টুকুন খেলা ও মটকা খেলা। রাজবংশীদের প্রাচীন ঐতিহ্য মেনে এদিন খেলায় অংশগ্রহণ করে করণদিঘীর বিভিন্ন এলাকার বহু মানুষ। পাশাপাশি খেলা দেখতে ভিড় জমায় ।

বাচ্চারাও এ দিনের খেলায় অংশগ্রহণ করে। সব মিলিয়ে ধুমধাম করে পালিত হল নন্দ উৎসব। এদিনের নন্দ উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষা পম্পা পাল, সুভাষ চন্দ্র সিনহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..