১৩ মাসের কন্যা সন্তানকে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা।
1 min read১৩ মাসের কন্যা সন্তানকে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ৩১ আগষ্ট শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুনা পারভীন (20)। মৃতার বাড়ি কুশমন্ডি থানার দামোদরপুর গ্রামে। দুই বছর আগে দামোদরপুর গ্রামের বাসিন্দা মুরসিদ আলমের সঙ্গে বিয়ে হয় রুনা পারভীনের।
এদিন হঠাৎ পরিবারের লোক দেখতে দেখতে পাও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রুনা পারভীন। তার ১৩ মাসের একটি কন্যা সন্তানও আছে।মৃতার বাবা আজিজুর রহমান জানান। মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা কিছুই জানি না। তবে মেয়ে নিজে আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলা হয়েছে তা বুঝতে পারছি না।
ওই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।