January 9, 2025

দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘প্রেরণা-একটি মানবিক মুখ’- এর ‘প্রেরণা মাসিক মেধা বৃত্তি প্রকল্প

1 min read

দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘প্রেরণা-একটি মানবিক মুখ’- এর ‘প্রেরণা মাসিক মেধা বৃত্তি প্রকল্প

২৯ আগস্ট  অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ‘প্রেরণা-একটি মানবিক মুখ’- স্বেচ্ছাসেবী সংস্থার বার্ষিক অনুষ্ঠান l এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট ২০ জন দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের ‘প্রেরণা মাসিক মেধাবৃত্তি প্রকল্পের’ অন্তর্ভুক্ত করা হয় l

এইসব শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত ব্যয়ভার বহন করবে ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সংস্থা l কালিয়াগঞ্জ, হেমতাবাদ,রায়গঞ্জ,ইটাহার, কুশমন্ডি ও চাঁচল এর একাদশ-দ্বাদশ শ্রেণীর দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে l নিজেদের শিক্ষাপূরণের স্বপ্নে ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সংস্থাকে পাশে পেয়ে প্রত্যেক শিক্ষার্থীই আনন্দিত হয়েছে l

সংস্থার বিশিষ্ট সদস্য রাজীব দত্ত মহাশয় জানিয়েছেন ” পড়াশোনার আগ্রহ রয়েছে, কিন্তু আর্থিক দুরাবস্থার কারণে পড়তে পারছেনা – এমন সব শিক্ষার্থীর শিক্ষা পূরণের স্বপ্নকে বাস্তবায়িত করতে ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সদা সর্বদাই তাদের পাশে রয়েছে l”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..