উত্তর দিনাজপুর জেলা এইচ আর এল এন ও পি আর পি এসের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে প্রতিবন্ধি ও আইনি আলোচনা চক্র-
1 min readউত্তর দিনাজপুর জেলা এইচ আর এল এন ও পি আর পি এসের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে প্রতিবন্ধি ও আইনি আলোচনা চক্র-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯আগস্ট:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে উত্তর দিনাজপুর এইচ আর এল এন ও পি আর পি এসের যৌথ উদ্যোগে ও হিউম্যান রাইটস ল নেটওয়ার্কের সহ যোগীতায় প্রতিবন্ধি সম্পর্কীয় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী ভাই বোনেরা আসেন।প্রতিবন্ধি ভাই বোনেরা দাবি জানায় তাদের অধিকার পাবার জন্য আইন থাকলেও তারা তাদের ন্যায্য অধিকার কোন ভাবেই তারা পাচ্ছেনা।
তাদের জন্য আইন থাকা স্বত্বেও কেন তাদের অধিকার পাবার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে?আইনজীবি সুজয় চক্রবর্তী প্রতিবন্ধীদের নিজেদের অধিকার থেকে যাতে কোন ভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রতিবন্ধি ভাই বোনদের কি ভাবে এগিয়ে এসে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে তা তুলে ধরেন।
কলকাতা হাই কোর্টের আইনজীবি সুমিত্রা কর্মকার চক্রবর্তী প্রতিবন্ধী ভাই বোনদের আর পি ডব্লিউ ডি আইনের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেন।তার বক্তব্যে বলেন প্রতিবন্ধী ভাই বোনেরা কোন ভাবেই এই সমাজে ব্রাত্ব নয়।তারাও সমাজের আর সমস্ত মানুষদের মতই ন্যায্য অধিকার পাবার অধিকার আছে।প্রতিবন্ধী বলে নিজেদের হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা।তাদের জন্য সরকারের দেওয়া সুযোগ সুবিধা তাদের ও তাদের অধিকার থেকে কোন ভাবেই বঞ্চিত না হয় সেই কারণেই আজকের এই আলোচনা চক্র।
আমরা প্রতিবন্ধী ভাইবোনদের পাশে সবসময় আছি ও থাকবো বলে উপস্থিত প্রতিবন্ধী ভাই বোনদের প্রতিশ্রুতি দেন।প্রতিবন্ধী রাজ্য সম্মিলনী সংগঠনের রাজ্য নেতা উত্তম গুহ বলেন ভারতবর্ষের প্রতিবন্ধী আইন থাকলেও এই রাজ্যে তা কার্যকরী হয়না অধিকাংশ ক্ষেত্রেই।আমরা চান্দলে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেও রাজ্য সরকারের অসহযোগিতার কারনে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র আজও করতে পারিনি।প্রতিবন্ধীদের জন্য সরকারের দেওয়া জমি সাশক দলের কালিয়াগঞ্জ ব্লকের নেতৃত্বদের অসহযোগীতার কারনে প্রতিনিয়ত জমি দখলের কারনে তা বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি।সরকার যদি আমাদের প্রতিবন্ধীদের উন্নয়নে সহযোগিতা করতো তাহলে চান্দলে প্রচুর প্রতিবন্ধীরা স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারতো।
তা আজও সম্ভব হয়নি।যা অত্যন্ত দুঃখজনক।জেলা প্রতিবন্ধী সচেতনতা শিবিরে প্রতিবন্ধী শ্রমিক আইন নিয়ে আলোচনা করেন আইনজীবি হিমাংশু কুমার রায়,সমাজ সেবী দিলীপ দাস,
সমাজসেবী ভারতেন্দ্র চৌধরী,প্রতিবন্ধী রাম সাহা,আইনজীবি মোবিনা আলী,সমাজসেবী কার্তিক পাহান এবং আইনজীবি অজিত কুমার সাহা বক্তব্য রাখেন।প্রতিবন্ধি সচেতনতা শিবিরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক প্রতিবন্ধি ভাই বোনেরা উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন বলে জানা যায়।