দোয়ারে সরকার ক্যাম্পে এলাকার বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্যের সঙ্গে একটি করে ফলের গাছের চার তুলে দেওয়া হয়
1 min readদোয়ারে সরকার ক্যাম্পে এলাকার বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্যের সঙ্গে একটি করে ফলের গাছের চার তুলে দেওয়া হয়
রামপুরহাট এক নম্বর ব্লকের মাশড়া পঞ্চায়েতের দোয়ারে সরকার ক্যাম্পে এক নম্বর ব্লকের বি,ডি,ও দিপান্নিতা বর্মণ অভিনব উদ্যোগ নিয়ে রিতি মতো স্টল করে এলাকার বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্যের সঙ্গে একটি করে ফলের গাছের চার তুলে দেওয়া হয় পরিবারের হাতে। যিনারা আসতে পারেননি
তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় এই সব প্যাকেট। প্যাকেটে ছিলো এক কেজ সোয়াবিন, ১কেজি হরলিকস, হরলিকস বিস্কুট, ফলের জুস, মোষাম্বির ফল, একটা খেলনা, এবং একটা ফলের চারা গাছ। এই কাজে বিডিও কে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী পান্থ দাস।