মাটির দেওয়াল চাপা পড়ে মৃত হল এক শিশুর
1 min readমাটির দেওয়াল চাপা পড়ে মৃত হল এক শিশুর
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত হল এক শিশুর আহত আর ও দুই শিশু।দুই শিশুকে গুরুত্বর অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।ঘটনা টি ঘটেছে মুরারই থানার রামনগর গ্রামে। মৃত শিশু টির নাম বিট্রু চৌধুরী( ৭)। মুরারই থানার রামনগর গ্রামে একটি মাটির দেওয়াল গত কাল দিনভর
বৃষ্টির জন্য ভিজে যায়।আজ সকালে তিন জন শিশু দেওয়ালে পাশে খেলা করছিল হঠাৎ দেওয়াল টি ভেঙে পড়ে। তিন জন শিশু মাটির দেওয়াল চাপা পড়ে। একজনের মৃত্যু হয়। দুই জন কে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শোকের ছায়া