উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বাসীর জন্য খুশির খবর দিল রেল দপ্তর। আজ থেকে শুরু হয়ে গেল কালিয়াগঞ্জ থেকে রেলে পার্সেল বুকিং পরিষেবা
1 min readউত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বাসীর জন্য খুশির খবর দিল রেল দপ্তর। আজ থেকে শুরু হয়ে গেল কালিয়াগঞ্জ থেকে রেলে পার্সেল বুকিং পরিষেবা
তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বাসীর জন্য খুশির খবর দিল রেল দপ্তর। কালিয়াগঞ্জ বাঁশির দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে শুরু হয়ে গেল কালিয়াগঞ্জ থেকে পার্সেল বুকিং পরিষেবা। ফলে আজ থেকে কালিয়াগঞ্জ এর সাধারন মানুষরা তাদের ব্যবসায়িক প্রয়োজনে পার্সেল বুকিং করতে পারবেন বলে আজ উত্তর পূর্ব রেলওয়ে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম কর্নেল এসকে চৌধুরী রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং রাধিকাপুর স্টেশন পরিদর্শন করতে এসে কালিয়াগঞ্জে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন পার্সেল বুকিং এর পাশাপাশি দ্রুত যাতে কালিয়াগঞ্জ একটি রেল এর রেক পয়েন্ট করা যায় তার জন্য রেল দপ্তর চিন্তাভাবনা শুরু করেছে।
কর্নেল এসকে চৌধুরী বলেন সাধারণ মানুষের পার্সেল বুকিং এর ডিমান্ড এর উপর নির্ভর করবে আগামী দিনে একটি ভারতীয় কিষান রেল এখান থেকে চালানো যায় কিনা। ডিআরএম আরো বলেন করোনা তৃতীয় ঢেউ আশার যেহেতু সম্ভাবনা রয়েছে সেতু রাধিকাপুর থেকে শিলিগুড়ি গামি ইন্টারসিটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ট্রেন চালু করা হবে বলে তিনি জানান। এর পাশাপাশি ডিআরএম বলেন রাধিকাপুর থেকে হাওড়া গামী যে ট্রেন চলাচল করে সেই ট্রেনের সময় সীমা পরিবর্তনের ব্যাপারে রেল দপ্তর চিন্তাভাবনা করছে ।এদিকে আজ যখন কালিয়াগঞ্জ রেলস্টেশনে ডিআরএম কর্নেল এসকে চৌধুরী পৌঁছান তখন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহার নেতৃত্বে তিন জনের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। ব্যবসায়ী সমিতি যে দাবি দাবি নিয়ে আজ ডিআরএম সঙ্গে বৈঠক করেন ।তাদের দাবীগুলোর মধ্যে অন্যতম ছিল পার্সেল বুকিং পরিষেবা এবংকালিয়াগঞ্জ এ রেক পয়েন্ট তৈরি করা।এদিকে আজ যখন কালিয়াগঞ্জ স্টেশনে ডিআরএম পৌঁছান তখন স্টেশন চত্বর এর বিভিন্ন দিক গুলো তিনি সরেজমিনে ঘুরে দেখেন।এদিকে কালিয়াগঞ্জে পার্সেল পরিষেবা চালু হাওয়া রেল দপ্তর এর পাশাপাশি কালিয়াগঞ্জ এর বিধায়ক কে অভিনন্দন জানান বিজেপির কালিয়াগঞ্জ এর সাধারণ সম্পাদক অমিত সাহা। তিনি বলেন গত বিধানসভা নির্বাচনের সময় কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি জয়লাভ করেন তাহলে কালিয়াগঞ্জ এর রেলের উন্নয়নে তিনি ঝাঁপিয়ে পড়বেন। সেই মোতাবেক আজকে একটি দীর্ঘদিনের দাবি পূরণ হলো কালিয়াগঞ্জ বাসীর।