এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়
1 min readএক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধাননগরে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের নাম নাজিমুল হাসান(৩৫)। হেমতাবাদের কাশিমপুর এলাকার বাসিন্দা। তিনি পুলিশের আইবিতে রায়গঞ্জ অফিসে কর্মরত ছিল।
মঙ্গলবার রাতে বিধাননগরে বন্ধুর ভাড়া বাড়িতে খাওয়া দাওয়া করে একই সঙ্গে ঘুমায়। এবং গভীর রাতে যখন বন্ধুর ঘুম ভেঙ্গে যায় তখন দেখতে পান যে ঘরের ভেতরে নেই নাজিমুল। ঘরের দরজা বাইরে থেকে আটকানো। ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না মেলায়। ঘরের জানালা দিয়ে ভাড়া বাড়ির লোকজনকে ডাকেন।
এবং দরজা ভেঙে ভিতরে দেখতে পান যে ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এক পুলিশকর্মীর এভাবে মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে l