রাখির বদলে মাক্স । এমনটাই দেখা গেল চোপড়ায়
1 min readরাখির বদলে মাক্স । এমনটাই দেখা গেল চোপড়ায় ।
রাকেশ রায় চোপড়া :- রাখির বদলে মাক্স । এমনটাই দেখা গেল চোপড়ায় । মাস্ক পরিয়েই এবার রাখিবন্ধন উৎসব পালন করলেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর । করোনা আবহে রাখিবন্ধন উৎসব পালন ঝুঁকিপূর্ণ । কিন্তু উৎসবের গুরুত্ব বিবেচনা করে দিনটিকে করোনা সচেতনতার প্রচারে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুবকল্যাণ দপ্তর । এই দপ্তরের উদ্যোগে রাখি পূর্ণিমার দিনটিকে প্রতি বছরই সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হয় । আমজনতাকে রাখি পরানো হয় দপ্তরের উদ্যোগে ।
তবে এবার আর রাখি নয় । মাস্ক বিলি করে মানুষকে সচেতন করলেন যুব কল্যাণ দপ্তর । চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, রাখি বন্ধন উপলক্ষে সকলের জন্য শুভ কামনা করে যাদের মাস্ক ছিল না তাদেরকে মাক্স পরিয়ে সচেতন করা হয় এবং সব সময় মাক্স ব্যবহার করতে বলা হয় তাদের। চোপড়া বিডিও অফিসের সামনে আজ রাখি বন্ধন কর্মসূচী পালন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও রত্নজিত দাস , তানসেন সেরপা , পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন, সহ-সভাপতি সঞ্জয় সিংহ প্রমুখ ।