রাখী বন্ধন অনুষ্ঠানে মাতলেন বিধায়ক রেখা রায়।
1 min readরাখী বন্ধন অনুষ্ঠানে মাতলেন বিধায়ক রেখা রায়।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ২২ আগষ্ট কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই প্রথা বা সংস্কৃতিকে ধরে রাখলেন আপামর বাঙালীরা। সেই শুভ মুহুর্তে আজ শুভ রাখী পূর্ণিমা পূর্ণলগ্নে কুশমন্ডি বিধানসভার বিধায়ক শ্রীমতী রেখা রায় রাখী পড়ালেন আইসি তপন পাল এবং কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার মহাশয়েকে।
এদিন ভাই বোনের মতো মধুর সম্পর্কে অটুট রাখতেই, এই উদ্যোগ নেন বিধায়ক রেখা রায়। সেই শুভ মুহুর্তে এক ইঞ্চিও হাতছাড়া করতে রাজি ছিলেন না, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস মহাশয়া।তিনি বলেন আজ এই শুভ দিনে। আমরা একে অপরকে রাখি পড়িয়ে এক দৃঢ় সম্পর্ক গড়তে চাই। আমরা সবাই মিলে এক সাথে কাজ করারা অঙ্গীকার গ্রহণ করছি। এবং আমরা ভাই বোনের মতো মিলে মিশে কাজ করে যাবো।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি তপন পাল, বিডিও অমরজ্যোতি সরকার, বিধায়ক রেখা রায় মহাশয়া সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস।