প্রয়াত গুরু প্রিয়রঞ্জন দাশমুন্সি কে শ্রদ্ধা জানাতে ভুলে গেলেন কালিয়াগঞ্জে তার শিষ্যরা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রথম প্রয়াণ দিবস পালন নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।ঠিক তখন নীরব দর্শকের ভূমিকা পালন করল কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির গত ১৩ ই নভেম্বর জন্মদিন ও ২০ নভেম্বর মৃত্যুর এক বছর পূর্তি হলেও কালিয়াগঞ্জ তৃণমূল নেতাদের হাত দিয়ে একটি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলো না ।কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের মধ্যেই এখন প্রশ্ন উঠছে। কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের অন্দরে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতারা বলেই ফেললেন , এমনটা হওয়া উচিত ছিল না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে রায়গঞ্জ পৌরসভা তাদের অফিসের মধ্যে প্রিয় নেতা প্রিয় রঞ্জন দাস মুন্সী কে শ্রদ্ধা জানাতে পারে শুধু তাই নয় রায়গঞ্জ পৌরসভা বোর্ড অফ কাউন্সিলররা যারা সিদ্ধান্ত নিতে পারে প্রিয়রঞ্জন দাশমুন্সি ব্রোঞ্জের মূর্তি বসানোর অথচ কালিয়াগঞ্জ পৌরসভা প্রিয় রঞ্জন দাস মুন্সীর নামে কিছুই করতে পারল না কালিয়াগঞ্জে। একদা যার হাত দিয়েই
একদিন কালিয়াগঞ্জ এর তাবড় তাবড় তৃণমূল কংগ্রেসের নেতারা কংগ্রেস নামক রাজনৈতিক দলের
হাত দিয়ে রাজনীতির হাতেখড়ি দিয়েছিল যিনি
আজ সেইসব কালিয়াগঞ্জ তৃণমূল নেতাদের কাছে
ব্রাত্য থেকে গেলেন সকলের প্রিয় তথা কালিয়াগঞ্জ
সুসন্তান প্রিয়রঞ্জন দাশমুন্সি।
একদিন কালিয়াগঞ্জ এর তাবড় তাবড় তৃণমূল কংগ্রেসের নেতারা কংগ্রেস নামক রাজনৈতিক দলের
হাত দিয়ে রাজনীতির হাতেখড়ি দিয়েছিল যিনি
আজ সেইসব কালিয়াগঞ্জ তৃণমূল নেতাদের কাছে
ব্রাত্য থেকে গেলেন সকলের প্রিয় তথা কালিয়াগঞ্জ
সুসন্তান প্রিয়রঞ্জন দাশমুন্সি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ সুসন্তান প্রিয় নেতার জন্মদিন ও মৃত্যুদিন ছিল এমাসেই । কিন্তু তার ভাগ্যে জুটলো না বর্তমান কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের হাত দিয়ে একটি ফুল। অথচ এইসব তৃণমূলের নেতারা একদিন সেই প্রিয় নেতার শিষ্য ছিলেন। আজ তারা বেমালুম ভুলে গেলেন সেই প্রিয় নেতাকে অথচ প্রিয় নেতার জন্মদিন ও মৃত্যুদিন এ অনেক কিছুই করতে পারত কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস। কারণ যে সুসন্তানের বাড়ি যখন কালিয়াগঞ্জে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});