January 9, 2025

কালিয়াগঞ্জ কলেজে রাজ্যস্তরে সংস্কৃত সেমিনারে বেদান্ত নিয়ে আলোচনা

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ– উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে গত মঙ্গলবার রাজ্যস্তরের একটি সংস্কৃত সেমিনারের আয়োজন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালযের  সহযোগিতায় ও কালিয়াগঞ্জ কলেজের ব্যবস্থাপনায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয় কলেজের রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস।সেমিনারের মূল বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিশিষ্ট অধ্যাপিকা ডঃ কাকলি ঘোষ। সেমিনারের মূল বিষয় বেদান্ত নিয়ে তার সুচিন্তিত ও নিদর্শন মূলক অসাধারণ বক্তব্যে অডিটোরিয়ামে উপস্থিত শ্রোতারা সবাই সমৃদ্ধ হন।ডঃ কাকলি ঘোষ বেদান্ত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন  বেদান্ত দর্শনে যে একাত্বভাব একের তত্ব রয়েছে তা যদি আমরা পৃথিবীতে প্রতিফলন ঘটাতে পারি তাহলে মানব সমাজ তথা বিশ্বের কল্যাণ সাধিত হবে।তিনি বলেন দীর্ঘ পাঁচ হাজার বছর ধরে বেদান্ত দর্শনে যে আধ্যাত্মিক ঐতিহ্য বিশুদ্ধ জ্ঞান ক্রমাগত সঞ্চিত হয়ে আমাদের কাছে এসেছে তা হল সত্যের একাত্ম মানুষের অন্তর্নিহিত দেবত্ব এবং সমস্ত ধর্মের সমন্বয়। সেমিনারে স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ চন্দন ভট্টাচার্য।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডঃ প্রশান্ত কুমার মহলা।সেমিনারে বিশিষ্ট অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক গৌরাঙ্গ বিশ্বাস,কালিয়াগঞ্জ কলেজের ন্যাকের কো-অর্ডিনেটর তথা অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ চন্দন রায় সহ বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যাপক,অধ্যাপিকা,ছাত্র ছাত্রী ও গবেষকরা।সেমিনারটি অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন কালিয়াগঞ্জ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক দেবসুজন মুখার্জী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..