January 9, 2025

গান্ধীগিরি মাধ্যমে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের সচেতন করল কালিয়াগঞ্জ থানা

1 min read

তন্ময় চক্রবত্তী
, বিনোদ  রুনণ্টা  ঃ-
 আজ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কর্মঠ জেলা  পুলিশ সুপার  সুমিত কুমার এর নির্দেশে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে 

 এক ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠান  এর আয়োজন করে । দেখা যায়  কালিয়াগঞ্জ  থানার আইসি বিচিত্র  বিকাশ রায় এর নেতৃত্বে  থানার অন্যান্য পুলিশকর্মীরা গান্ধীগিরি মাধ্যমে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের সচেতন করতে রাস্তায় নামলেন কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে।

বহু মোটরসাইকেল চালকদের দাড়  করিয়ে তাদের হেলমেট পড়ার  প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এরপর  আইসি নিজেই তাদের কাছে  গোলাপ ফুল চকলেট পুলিশের তরফ থেকে  দেন ।

 আর বলা হয় আপনি আপনার নিরাপত্তার জন্য হেলমেট পরুন , কারণ আপনার জন্য আপনার বাড়ির প্রিয়জন অপেক্ষা করছে।  তাই অবহেলা করবেন না  হেলমেট পড়ে প্রিয়জনদের ভালবাসুন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিকে জেলার কর্মঠ জেলার পুলিশ সুপার সুমিত কুমার এর উদ্যোগে জেলার বিভিন্ন থানায় থানায় দুর্ঘটনার রুখতে পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে তাতে আগামী দিনে যে জেলায় বাইক দূর্ঘটনা অনেকটাই কমে যাবে সে ব্যাপারে নিশ্চিত করে বলা যেতেই পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..