বিজেপি গণতন্ত বাঁচাও এর নামে অশুভযাত্রা শুরু করেছে জানালেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিনোদ
রুনণ্টা ঃ- বিজেপি গণতন্ত্র বাচাও নামে যে রথযাত্রা
করেছে তা গণতন্ত্রের পক্ষে অশুভ। এইভাবে মানুষকে ধর্মের নামে সুরসুরি দিয়ে মানুষের
কোন দিনও ভালো করা না ।তারা এক সাক্ষাৎকারে
একথা বলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ।
রুনণ্টা ঃ- বিজেপি গণতন্ত্র বাচাও নামে যে রথযাত্রা
করেছে তা গণতন্ত্রের পক্ষে অশুভ। এইভাবে মানুষকে ধর্মের নামে সুরসুরি দিয়ে মানুষের
কোন দিনও ভালো করা না ।তারা এক সাক্ষাৎকারে
একথা বলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন বিজেপি রথযাত্রা আগামী ১৯ তারিখ প্রবেশ করবে দাড়ি ভিট এলাকায়। শুভেন্দু বাবু বলেন বর্তমানে ইসলামপুরে দাড়িভিটের পরিস্থিতি
যখন আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে ঠিক তখন আবারও অশান্ত করতে চাইছে বিজেপি
ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে । এভাবে চলতে পারে না। তিনি আশা প্রকাশ করে বলেন যদি বিজেপি দাড়িভিটে গিয়ে
সেখানকার মানুষদের অশান্ত করার চেষ্টা করে তাহলে জেলা প্রশাসন তার শক্ত হাতে মোকাবেলা
করবে । তিনি জানান জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও জেলাশাসক অরবিন্দ কুমার মিনার উপর তার পূর্ণ আস্থা রয়েছে।
যখন আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে ঠিক তখন আবারও অশান্ত করতে চাইছে বিজেপি
ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে । এভাবে চলতে পারে না। তিনি আশা প্রকাশ করে বলেন যদি বিজেপি দাড়িভিটে গিয়ে
সেখানকার মানুষদের অশান্ত করার চেষ্টা করে তাহলে জেলা প্রশাসন তার শক্ত হাতে মোকাবেলা
করবে । তিনি জানান জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও জেলাশাসক অরবিন্দ কুমার মিনার উপর তার পূর্ণ আস্থা রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});