তরঙ্গপুরে কালিয়াগঞ্জ ১ নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ১ নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয় এর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরবঙ্গ প্রিয়া পর্ষদের অন্যতম সদস্য অসীম কুমার ঘোষ।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক ইসলাম তানিয়া রুবাইয়াৎ, জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তপন দেব সিংহ, অঞ্জন ঘোষ তন্ময় ঘোষ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাগণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ ১নম্বর চক্রের স্পোর্টস কমিটির সম্পাদক তন্ময় ঘোষ বলেন কলিয়াগঞ্জ ব্লকের ১ নম্বর চক্রের অধীনে থাকা বরুনা, বোচাডাঙ্গা, মুস্তাফানগর ও মালগাও গ্রামপঞ্চায়েতের অধীনস্থ বিদ্যালয়ের বুশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীরাও এই প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ায় অংশগ্রহণ করে। তিনি জানান ১নম্বর চক্রের ৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২১০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৮ টি ইভেন্টে খেলা হয়। যার মধ্যে ৫০ মিটার ,৭৫মিটার,১০০ও২০০মিটার দৌড়, হাই জাম্প লং জাম্প হাড়িভাঙ্গা দৌড় ক্রিকেট বল থ্রোয়িংও অ্যাথলেটিক্স ছিল।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক ইসলাম তানিয়া রুবাইত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।ক্রীড়া প্রতিযোগিতা দেখবার জন্য এলাকার প্রচুর মানুষের ভীড় হয় বকে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});