উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নয়াবাজারে সাহিত্যিক ব্যোমকেশ সিংহের৯১তম জন্ম দিন পালন
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর —রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার নয়াবাজারে দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট কবি ব্যোমকেশ সিংহের ৯১ তম জন্মদিন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হল।৯১বছরের কবি ব্যোমকেশ সিংহ তার নিজস্ব গৃহে এই জন্ম দিনের আয়োজন করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জন্ম দিনে কালিয়াগঞ্জের ভ্রাম্যমান সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা প্রতীতির সদস্যরা কবি ব্যোমকেশ সিংহের আমন্ত্রণে নয়াবাজারে সাহিত্যের আসরে অংশগ্রহণ করে।প্রতীতির কবি,সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ কুমার দাস,অনিন্দিতা চক্রবর্তী, ধিতশ্রী রায়,মহুয়া আইচ, সুচিস্মিতা রক্ষিত শুভ্রা সাহা ও অজিত ঘোষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী, প্ৰমদ দাস নয়াবাজার এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিগণ।৯১ বছরের বলিষ্ঠ কবি ব্যোমকেশ সিংহ তিনি তার শতাব্দী শঙ্খ কবিতা গুচ্ছ থেকে একটি কবিতা পাঠ করে শোনালে সবাই মুগ্ধ হয়ে যান।কবিতার আসর শেষে সবাইকে কব্জি ডুবিয়ে মধ্যান্ন ভোজনের ব্যবস্থাও করা হয় বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জের প্রতীতির যুগ্ম সম্পাদক অরুন দাস বলেন নয়াবাজারের প্রবীণ কবি ও সাহিত্যিক ব্যোমকেশ সিংহ তার অসাধারণ কবিতা পাঠ শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি শুধু তাই ই নয় তার জন্ম দিনের আপ্যায়নের কথা আমাদের সবার স্মরণে স্মরণীয় হয়ে থাকবে।নয়াবাজারের উঠতি কবি অজিত ঘোষ বলেন অনুষ্ঠান শেষে কালিয়াগঞ্জের প্রতীতি র সদস্যরা গঙ্গারামপুরের বিখ্যাত পীরপাল দরগাটি সবাই মিলে দর্শন করে আসেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবি অনিন্দিতা চক্রবর্তী বলেন আমাদের রথ দেখা যেমন হয়েছে তেমনি কলাও সব বিক্রি করেছি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});