January 6, 2025

উত্তর দিনাজপুর জেলায় আবগারি দপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে মদের ভাটিতে হানা,নস্টকরে দেওয়া হয় প্রচুর দেশী মদ ও সরঞ্জাম

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--রবিবার উত্তর  দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে আবগারি দপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানের মদের ভাটিতে হানা দেওয়া হয়।উত্তর দিনাজপুর জেলার আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট তপন কুমার মাইতি জানান জেলার কালিয়াগঞ্জ রায়গঞ্জ হেমতাবাদ ও গোয়ালপোখর ও ইটাহারের বিভিন্ন অবৈধ মদের  ভাটিতে  হানা দিয়ে আনুমানিক ৩৫০লিটারেরও বেশি চোলাই মদ ও চোলাই মদ তৈরীর ৩৪০০ লিটার কাঁচামাল বিনষ্ট করে দেওয়া হয়।সাথে সাথে ৩ জন চোলাই মদের মালিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।তিনি বলেন  এছাড়াও চোলাই মদ তৈরীর আনুসঙ্গিক প্রচুর  জিনিসপত্র আটক করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট তপন কুমার মাইতি এক প্রশ্নের উত্তরে বলেন চোলাই মদ প্রস্তুতকারীদের তারা পুলিশের হাতে তুলে দিলেও কোর্ট থেকে সহজেই ছাড়া পেয়ে তারা আবার সেই কাজেই যুক্ত হয়ে থাকে।এ ক্ষেত্রে এর বেশি কিছু করার আইন তাদের হাতে নেই।আমরা আমাদের কাজ করে যাচ্ছি।আমরা প্রায় প্রতিনিয়তই বিভিন্ন স্থানে নিয়মমাফিক হানা দিয়ে যতটা পারি সেই কাজ করে যাচ্ছি। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপনবাবু বলেন তাদের দপ্তর থেকে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির করে থাকেন। তাতে করে কিচু কাজ হলেও আদিবাসী অধ্যুষিত এলাকায় এই সচেতনতা শিবির করে কোন ফল পাওয়া যায় বলে তার মনে হয়না।কারন আদিবাসীদের জীবন ধারণের   সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদেয় পানীয় চোলাই।চোলাই ছাড়া কিছু বুঝতে চায়না তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *