January 6, 2025

সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সোমবার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন  স্থানে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সমগ্র শিক্ষা মিশনের উত্তর দিনাজপুর জেলার কো-অর্ডিনেটর মুক্তা দত্তগুপ্ত বলেন সোমবার উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকে বিশ্ব প্রতিবন্ধী দিবস  বেশির ভাগ ব্লকেই উদযাপন করা সম্ভব হয়েছে দুই একটি  জায়গা বাদে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জেলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সর্ব শিক্ষা মিশনের ডি পি ও প্রবীর কুমার পাত্র ও জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত কুমার মাইতি।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন সমাজের  বিশেষ চাহিদা সম্পন্ন  ছেলে মেয়েরা সবায় আমাদের ঘরের বলেই মনে করতে হবে।
অন্তর দিয়ে তাদের সমস্যা বুঝে তা আমাদের সমাধানের ব্যবস্থা করতে  হবে।বিশ্ব প্রতিবন্ধী  দিবসে আমাদের এটাই হবে আজকের শপথ। সর্ব শিক্ষা মিশনের ডিপিও প্রবীর কুমার পাত্র বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা এখন আর কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই।তারা সঠিকভাবে সুযোগ সুবিধা পেলে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।
তার অনেক উদাহরণ আমরা প্রতিনিয়তই দেখতে পাই।জেলা কো-অর্ডিনেটর মুক্তা দত্তগুপ্ত বলেন রায়গঞ্জ পৌর সভা ও ব্লকের পক্ষ থেকে, ,ইটাহার ব্লকে,ডালখোলা পৌর সভায়,ইসলামপুর পৌর সভা ও ব্লকে,গোয়ালপোখরের সর্বত্রই বিশ্ব প্রতিবন্ধী দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
 মুক্তা দেবী জানান কালিয়াগঞ্জ পৌর সভায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা  হবে মঙ্গলবার।।সোমবার কালিয়াগঞ্জে ধনকোল হাট থাকার কারনে তা সম্ভব হয়ে ওঠেনি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *