January 6, 2025

রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস মহা সমারোহে উদযাপন

1 min read
তন্ময় দাস-হেমতাবাদ –-সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ  ব্লকের বাঙালবাড়ি মোড়ে অবস্থিত্ব কৃষক বাজারে রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলার উদ্দ্যগে  উদযাপন হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।এই দিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধীরা উপস্থিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই দিন উত্তর দিনাজপুর জেলার হেওমতাবাদ কৃষক বাজার ময়দানে জেলার ৩০০০ এর মতো ছোট বড়ো সকল বয়সের প্রতিবন্ধীরা উপস্থিত  ছিলেন। এই দিনের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল  সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ পৌরসভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি  প্রফুল্লচন্দ্র রায়।প্রতিবন্ধী দিবস উপলক্ষে  বলতে গিয়ে তৃণমূল নেতা অমল আচার্য বলেন প্রতিবন্ধী  শব্দটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সময়ের জন্য পছন্দ করেন না।তিনি তাই প্রতিবন্ধী শব্দের পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলে থাকেন।অমল বাবুবলেন এই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা সবাই ভাতা পেয়ে থাকে।তবে তাদের যে ভাতা দেওয়া হয়ে থাকে তা যথেষ্ট নয়।আমরা আজকের দিনে তাদের ভাতা বাড়ানো যাতে যায় তার চেষ্টা করবো।বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারেন রায়গঞ্জের পৌর পিতা সন্দীপ বিশ্বাস এবং কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল বলেন।বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে প্রত্যেক প্রতিবন্ধী দের পেট পুরে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *