January 4, 2025

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকে কৃষি মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত দপ্তরের রাস্ট্র মন্ত্রী গোলাম রব্বানী

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কোন একটি জায়গার কৃষি উৎপাদন ভাল
হলে তাহলে সেই জায়গার অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন অবশ্যই উন্নতি ঘটবে তাই কৃষির উৎপাদন
বাড়িয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী
গোলাম রব্বানী আজ  উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর
ব্লকে কৃষি মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত দপ্তরের রাস্ট্র মন্ত্রী গোলাম রব্বানী
 এই  কথা 
বলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তিনি বলেন এলাকার চাষিরা যদি সঙ্গবদ্ধ হয়ে একটি
কোল্ড স্টোরেজ করতে চায় তাহলে রাজ্য সরকার তাদের সর্বতোভাবে সহযোগিতা করবে।
গোয়ালপোখর
ব্লকের দেবীগঞ্জ স্কুল মাঠে এই
আজ  মেলা শুরু হয়েছে।আগামী তিনদিন ব্যাপী
এই কৃষি মেলা চলবে বলে জানিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী।রাজ্য সরকারের কৃষি দপ্তরের
উদ্যোগে কৃষি ক্ষেত্রে চাষীদের উন্নত পদ্ধতির সঙ্গে পরিচয় করানো,কৃষির সাথে অন্যান্ন
দপ্তরের মেল বন্ধন,উন্নত প্রজাতির
বীজ ,উন্নত
সেচ ব্যাবস্থা,মৎস চাষ সহ বিভিন্ন বিষয়ে চাষীদের সচেতন করা হবে এই কৃষি মেলার মাধ্যমে।এই
মেলায় স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে কৃষি মেলার প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।কৃষি
ফসলের পাশাপাশি কৃষি কাজে ব্যাবহত বিভিন্ন কৃষি যন্ত্রাংশ এই কৃষি মেলার প্রদর্শনীতে
অংশ নিতে দেখা যায়। আজকে এই কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন রাজ্যের
পঞ্চায়েত দপ্তরের রাস্ট্র মন্ত্রী গোলাম রব্বানী,
এছারা এদিনের মেলায় ছিলেন  গোয়ালপোখর ব্লকের তৃনমূল কংগ্রেসের
ব্লক সভাপতি গোলাম রসুল,গোয়ালপোখর ব্লকের বিডিও রাজু শেরপা, স্থানীয় পঞ্চায়েত সমিতির
সদস্য মহঃফারিয়াদ রেজা,গোয়ালপোখরের সমাজসেবি মাস্টার মাসুম,গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির
সহ সভাপতি সাব্বির এহেসান,পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নুড়ি বেগম সহ কৃষি দপ্তরের কর্মীরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকে কৃষি মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত দপ্তরের রাস্ট্র মন্ত্রী গোলাম রব্বানী

  1. We offer Viagra, sildenafil and several other ED medications online, following a consultation with a licensed healthcare provider who will determine if a prescription is appropriate buy cialis online cheap Armeria s products perform excellent in all inclement climate areas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *