সবুজায়ন করার লক্ষ্যে এগিয়ে চলছে রায়গঞ্জ পৌরসভা
1 min read
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর. উত্তর
দিনাজপুর জেলার রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেবের প্রচেষ্টায় উত্তর
দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস নব কলেবরে সেজে উঠেছে। যার জন্য ৪ কোটি
টাকা খরচ করা হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।
দিনাজপুর জেলার রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেবের প্রচেষ্টায় উত্তর
দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস নব কলেবরে সেজে উঠেছে। যার জন্য ৪ কোটি
টাকা খরচ করা হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি
বলেন বন দপ্তর ও পর্যটন দপ্তরের মিলিত প্রচেষ্টার ফলে পর্যটকদের আকর্ষণ করার জন্য
নানান ধরনের আকর্ষণীয় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কুলিক পক্ষী নিবাস এ। কুলিক
পক্ষীনিবাস এ গেলে মনে হবে যেন ডুয়ার্সের কোন জায়গায় এসেছি । ডুয়ার্সের
প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা যেন এসে পড়েছে কুলিক পক্ষীনিবাস এ। আর তাই এই পক্ষীনিবাস এর
সৌন্দর্য আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে।
বলেন বন দপ্তর ও পর্যটন দপ্তরের মিলিত প্রচেষ্টার ফলে পর্যটকদের আকর্ষণ করার জন্য
নানান ধরনের আকর্ষণীয় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কুলিক পক্ষী নিবাস এ। কুলিক
পক্ষীনিবাস এ গেলে মনে হবে যেন ডুয়ার্সের কোন জায়গায় এসেছি । ডুয়ার্সের
প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা যেন এসে পড়েছে কুলিক পক্ষীনিবাস এ। আর তাই এই পক্ষীনিবাস এর
সৌন্দর্য আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সন্দীপবাবু আরও জানান তিনি নিজে গিয়ে
সেই জায়গায় ঘুরে এসেছেন তার খুব ভালো লেগেছে । সন্দীপবাবু আরো বলেন
তিনি খুবই আনন্দিত ও গর্বিত । রায়গঞ্জে বনদপ্তর পর্যটন দপ্তরের সহযোগিতায় এই
সুন্দর ব্যবস্থাপনা করতে পারার জন্য । সব দিক দিয়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য ও সুন্দর রাখার জন্য বিগত দিনে
যিনি উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন এবং বতর্মান জেলা শাসক এর মিলিত প্রচেষ্টায়
যে সবুজায়নের কাজ শুরু
হয়েছিল তাতে রায়গঞ্জ পৌরসভা ও সর্বতোভাবে সহযোগিতা করছে.।
সেই জায়গায় ঘুরে এসেছেন তার খুব ভালো লেগেছে । সন্দীপবাবু আরো বলেন
তিনি খুবই আনন্দিত ও গর্বিত । রায়গঞ্জে বনদপ্তর পর্যটন দপ্তরের সহযোগিতায় এই
সুন্দর ব্যবস্থাপনা করতে পারার জন্য । সব দিক দিয়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য ও সুন্দর রাখার জন্য বিগত দিনে
যিনি উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন এবং বতর্মান জেলা শাসক এর মিলিত প্রচেষ্টায়
যে সবুজায়নের কাজ শুরু
হয়েছিল তাতে রায়গঞ্জ পৌরসভা ও সর্বতোভাবে সহযোগিতা করছে.।
তিনি বলেন
রায়গঞ্জের কুলিক নদী সামনে কোন থার্মোকল
যুক্ত গাড়ি যাতে না যেতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন । তেমনই
মানুষকে বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে কুলিক নদী কে
কত সুন্দর ভাবে রাখা যায় সে কারনে।
রায়গঞ্জের কুলিক নদী সামনে কোন থার্মোকল
যুক্ত গাড়ি যাতে না যেতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন । তেমনই
মানুষকে বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে কুলিক নদী কে
কত সুন্দর ভাবে রাখা যায় সে কারনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});