লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল হেমতাবাদে
1 min read
তন্ময়
চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর ঃ- সামনেই
লোকসভা
নির্বাচন। আর উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বকে সেই নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী
১০
ডিসেম্বর
জেলার হেমতাবাদে লোকসভা
নির্বাচনের
দামামা তিনি
বাজিয়ে
দেবেন
বলে
ওয়াকিবহাল
মহল
মনে
করছে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের বিপুল সাফল্য যে নেহাত কাকতালীয় নয়, এবারের লোকসভা নির্বাচনে তা প্রমাণ করার দায় তৃণমূল নেতৃত্বের আছে।
চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর ঃ- সামনেই
লোকসভা
নির্বাচন। আর উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বকে সেই নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী
১০
ডিসেম্বর
জেলার হেমতাবাদে লোকসভা
নির্বাচনের
দামামা তিনি
বাজিয়ে
দেবেন
বলে
ওয়াকিবহাল
মহল
মনে
করছে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের বিপুল সাফল্য যে নেহাত কাকতালীয় নয়, এবারের লোকসভা নির্বাচনে তা প্রমাণ করার দায় তৃণমূল নেতৃত্বের আছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একইসঙ্গে
মমতা
বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে লোকসভাকে
কার্যত
বিরোধীমুক্ত
করার
অভিযানে
উত্তর দিনাজপুর জেলার একটি
বিশেষ
গুরুত্ব
আছে
বলে
তৃণমূল
কংগ্রেস
নেতৃত্ব
মনে
করে। সেই নিরিখেও এবারের লোকসভা বাংলার শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ।এদিকে, দলের এই সভাকে সামনে রেখে দলের অন্দরে প্রস্তুতি এখন তুঙ্গে
উঠেছে। হেমতাবাদের থানার সমনের ময়দানে
সম্মেলন
মঞ্চ
নির্মাণের
কাজ
ইতিমধ্যেই
প্রায় শেষের দিকে । জেলা সভাপতি সহ
অন্যান্য
নেতারা
সভাস্থলের
কাজ
খতিয়ে
দেখছে বারে বারে সেখানে গিয়ে । মূলত,
ওই সভাকে কেন্দ্র করে জেলার প্রতিটা ব্লকে
ব্লকে
নির্দেশ
পাঠানোর
কাজ
আগেই
করা
হয়েছে। দল সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুবাবুর ওই সভায় সোমবার হাজির হবেন। নেতৃত্বের
দাবি,
ন্যূনতম
২৫ হাজার লোকের সমাবেশ হবে।
মমতা
বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে লোকসভাকে
কার্যত
বিরোধীমুক্ত
করার
অভিযানে
উত্তর দিনাজপুর জেলার একটি
বিশেষ
গুরুত্ব
আছে
বলে
তৃণমূল
কংগ্রেস
নেতৃত্ব
মনে
করে। সেই নিরিখেও এবারের লোকসভা বাংলার শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ।এদিকে, দলের এই সভাকে সামনে রেখে দলের অন্দরে প্রস্তুতি এখন তুঙ্গে
উঠেছে। হেমতাবাদের থানার সমনের ময়দানে
সম্মেলন
মঞ্চ
নির্মাণের
কাজ
ইতিমধ্যেই
প্রায় শেষের দিকে । জেলা সভাপতি সহ
অন্যান্য
নেতারা
সভাস্থলের
কাজ
খতিয়ে
দেখছে বারে বারে সেখানে গিয়ে । মূলত,
ওই সভাকে কেন্দ্র করে জেলার প্রতিটা ব্লকে
ব্লকে
নির্দেশ
পাঠানোর
কাজ
আগেই
করা
হয়েছে। দল সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুবাবুর ওই সভায় সোমবার হাজির হবেন। নেতৃত্বের
দাবি,
ন্যূনতম
২৫ হাজার লোকের সমাবেশ হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূল নেতারা বলেন,
শুভেন্দুবাবু
আমাদের
অভিভাবক। তিনি কী পথনির্দেশ করবেন সেটা শুনতেই আমরা যাব। তবে
রাজনৈতিক
দলের
সমাবেশে
রাজনৈতিক
বার্তা
দেওয়া
হবে
সেটাই
স্বাভাবিক। সামনে আমাদের কাছে বড় লড়াই লোকসভা নির্বাচন। আবার
জানুয়ারি
দলের
ব্রিগেড
সভা
আছে
সেই
একই
উদ্দেশ্যকে
সামনে
রেখে। এসবও দলের সম্মেলন মঞ্চে চর্চা হবে। এরসঙ্গে
পঞ্চায়েতের
তিনস্তরের
জনপ্রতিনিধি,
অঞ্চল,
ব্লকের
নেতৃত্বরাও
থাকবে এই সমাবেশে । ফলে বিরাট
আকারের
জনসভাই
হতে
যাচ্ছে
ওই
সম্মেলন।জনসভার মঞ্চ
থেকেই
দলের
রাজ্য
নেতা
তথা
উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত
বিজয়ের
মুখ্য
কাণ্ডারী
শুভেন্দুবাবু
লোকসভা
দখলের
ডাক
দেবেন। অন্তত এমনটাই দলের অন্দরমহল ও ওয়াকিবহাল মহলের অনুমান। বস্তুত
ডিসেম্বর
পার
হলেই
লোকসভাকে
সামনে
রেখে
দলের
বিজেপি
বিরোধী
সর্বভারতীয়
সমাবেশের
জন্যে
ব্রিগেড
সভা
ডেকে
রেখেছেন
তৃণমূল
সুপ্রিমো। সেইসভার আগেই লোকসভা নিয়ে বার্তা দেওয়ার সঙ্গে দলের মধ্যে সক্রিয়তার প্রবাহ আরও বাড়িয়ে রাখার চেষ্টাই শুভেন্দুবাবু করবেন। রাজনৈতিক
মহল
বলছে,
সদ্য
পঞ্চায়েতে
সাফল্যের
রেশ
এখন
আছে। লোকসভায় সেই সাফল্য ধরে রাখার পাশাপাশি এতে আত্মতুষ্টি যাতে না আসে সেই লক্ষ্যে এই সম্মেলন যথেষ্টই সময়োচিত পদক্ষেপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});