কোলকাতার অসুতোষ হলে বিশ্বমানবধিকার দিবস পালন
1 min read
কৌশিক ঘোষ,কোলকাতা: সোমবার (১০/১২/১৮) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোলকাতার আসুতোষ মেমোরিয়াল হলে ইন্টারন্যাশানাল কাউন্সিল অফ হিউম্যান ফার্ণামেন্টাল রাইটস এর উদ্যোগে(ICHFR) এর উদ্যোগে বিশ্বমানবধিকার দিবস পালিত হল। উক্ত অনুষ্ঠানে বম্বে ও কোলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জী, সঙ্গীত পরিচালক কল্যান সেন বরাট, সংগঠনের সভাপতি ড.শান্তিনাথ চট্রোপাধ্যায়, সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবী, কবি,সাহিত্যিক, আইনজীবী, সহ সমাজের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন।সঙ্গীত, নৃত্য, আলোচনা, কবিতাপাঠ ও বক্তৃতা পর্বের মধ্যেদিয়ে অনুষ্ঠান পরিচালিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সঙ্গীত পরিচালক কল্যান সেন বরাট, সাহিত্যিক ড.শান্তিনাথ চট্রোপাধ্যায়, অধ্যাপিকা ড.মাধুরী মজুমদার,কবি সুদীপ্ত চট্রোপাধ্যায়,মুক্তা খাতুন, সাংবাদিক প্রদীপ সাতরা,খেলোয়াড় অভিষেক গুপ্ত, সমাজসেবী উওম শাস্ত্রী, গৌতম সরকার প্রমুখ কে সংবর্দ্ধনা ও দেওয়া হয় সংগঠনের তরফে।প্রা: বিচারপতি চিত্ততোষ মুখার্জী মানবাধিকার রক্ষার জন্য সমাজের সকল স্তরের মানুষের এক যোগে সহযোগিতা করার কথা বলেন ও সবাইকেই বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা ও জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});