২০১৯ বিজেপি ফিনিশ করার ডাক দিলেন হেমতাবাদে শুভেন্দু অধিকারী
1 min read
তন্ময় চক্রবত্তী ও তুফান মহন্ত ঃ- ১৯ শে জানুয়ারি ডাক দিয়েছেন দিদি মমতা ,ব্রিগেড চলো জনতা।
২০১৯ বিজেপি ফিনিশ। বিজেপি ভারত ছাড়ো , ব্রিগেড সমাবেশ ভরিয়ে তোলো।
এই স্লোগানকে সামনে রেখে আগামীতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান
জানালেন পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু
অধিকারী।আজ তিনি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এ তৃণমূল কংগ্রেসের একটি সভায় এই স্লোগান দিয়ে বক্তব্য
শুরু করার পর তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের মতো আগামী লোকসভা নির্বাচনেও এই রাজ্যে বিরোধীশূন্য করতে হবে ।
২০১৯ বিজেপি ফিনিশ। বিজেপি ভারত ছাড়ো , ব্রিগেড সমাবেশ ভরিয়ে তোলো।
এই স্লোগানকে সামনে রেখে আগামীতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান
জানালেন পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু
অধিকারী।আজ তিনি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এ তৃণমূল কংগ্রেসের একটি সভায় এই স্লোগান দিয়ে বক্তব্য
শুরু করার পর তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের মতো আগামী লোকসভা নির্বাচনেও এই রাজ্যে বিরোধীশূন্য করতে হবে ।
তিনি বলেন এবার সময় এসেছে বাংলা থেকে বাঙালি প্রধানমন্ত্রী করার। তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুণ শৌরি র মত নেতারা
বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি ছাড়া দেশের হাল কেউ রক্ষা করতে পারবে না । তাই তার নিরিখে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটা লোকসভা আসন ই তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু বলেন এবারে রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যাবেই এ ব্যাপারে কোন দ্বিমত নেই ।তিনি বিজেপি উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা তো দূরের কথা আগে ইসলামপুরের দাড়ি ভীট এলাকা থেকে লোকসভা নির্বাচনে লিড দিয়ে দেখাক বিজেপি ,তার পরে কথা হবে।
অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুণ শৌরি র মত নেতারা
বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি ছাড়া দেশের হাল কেউ রক্ষা করতে পারবে না । তাই তার নিরিখে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটা লোকসভা আসন ই তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু বলেন এবারে রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যাবেই এ ব্যাপারে কোন দ্বিমত নেই ।তিনি বিজেপি উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা তো দূরের কথা আগে ইসলামপুরের দাড়ি ভীট এলাকা থেকে লোকসভা নির্বাচনে লিড দিয়ে দেখাক বিজেপি ,তার পরে কথা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি আরো বলেন আগামী ৬ জানুয়ারি ইসলামপুরে দাড়ি ভিটে তিনি একটি সভা করবেন । শুভেন্দু অধিকারী কর্মীদের উদ্দেশ্যে বলেন এখন থেকে ভোটারদের সঙ্গে আরো বেশি বেশি করে সম্পর্ক তৈরি করতে হবে কর্মীদের। রাজ্য সরকারের বিভিন্ন সাফল্য নিয়ে তাদের সাথে কথা বলতে হবে । শুভেন্দু বাবু আরো জানান বিজেপি কোন ভাল কাজ করতে পারে না তারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করে এই রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করতে চায় । তাই তাদের এই রাজ্যের মাটিতে কোন ঠাই নেই । পঞ্চায়েতে যেমন উচিৎ শিক্ষা দিয়েছে সাধারন মানুষ বিজেপিকে, তেমনি লোকসভা নির্বাচনেও উচিত শিক্ষা পাবে তারা। এখন শুধু সময়ের অপেক্ষা।
এদিন সভায় বক্তব্য রাখতে
গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ
লোকসভার আসন টি এবার তৃণমূল কংগ্রেস এর প্রার্থী কে জয়ী করে
শুভেন্দু অধিকারীর হাত দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার
দিতে চায় তারা।তারি লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার তৃণমূল কংগ্রেস
কর্মীরা এখনই ঝাঁপিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে।তিনি বলেন ভোটের আগে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতিতে বিজেপি কোন ফায়দা তুলতে পারবে না । তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পঞ্চায়েত
দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী বলেন, ভোটারদের মোটিভেট করার দায়িত্ব বুথ স্তরের তৃণমূল
কর্মীদের। তাদের অনেক দায়িত্ব রয়েছে। তারাই পঞ্চায়েত ভোটের সময় ভোটারদের মন জয় করে
পঞ্চায়েত দখল করতে সাহায্য করেছিল ।এবার লোকসভা
নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরাই জয়ী করবে এখানকার লোকসভার তৃণমূল
কংগ্রেসের প্রার্থী কে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেভাবে উত্তর দিনাজপুর
জেলার প্রত্যন্ত এলাকায় কাজ হছে তা এক নজিরবিহীন। কিন্তু এখানকার যিনি সাংসদ তিনি কোন কাজই করতে পারেননি
অথচ জেলায় যেখানে তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক নেই সেখানেও যে কাজ হচ্ছে
রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে উন্নয়নমূলক
তা নজিরবিহীন। এই উন্নয়নমূলক কাজের ধারাকে
অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী কে
জিতাতেই হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগারওয়ালা, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, করণ দিঘির বিধায়ক মনোদেব সিনহা, এবং তৃণমূল
কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ । এদিনের সভাকে কেন্দ্র করে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বহু কর্মীরা আসেন হেমতাবাদে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বা্স , কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল , জেলা পরিষদের কর্মদক্ষ পূজা আচার্য ও পম্পা পাল ।
গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ
লোকসভার আসন টি এবার তৃণমূল কংগ্রেস এর প্রার্থী কে জয়ী করে
শুভেন্দু অধিকারীর হাত দিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার
দিতে চায় তারা।তারি লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার তৃণমূল কংগ্রেস
কর্মীরা এখনই ঝাঁপিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে।তিনি বলেন ভোটের আগে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতিতে বিজেপি কোন ফায়দা তুলতে পারবে না । তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পঞ্চায়েত
দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী বলেন, ভোটারদের মোটিভেট করার দায়িত্ব বুথ স্তরের তৃণমূল
কর্মীদের। তাদের অনেক দায়িত্ব রয়েছে। তারাই পঞ্চায়েত ভোটের সময় ভোটারদের মন জয় করে
পঞ্চায়েত দখল করতে সাহায্য করেছিল ।এবার লোকসভা
নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরাই জয়ী করবে এখানকার লোকসভার তৃণমূল
কংগ্রেসের প্রার্থী কে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেভাবে উত্তর দিনাজপুর
জেলার প্রত্যন্ত এলাকায় কাজ হছে তা এক নজিরবিহীন। কিন্তু এখানকার যিনি সাংসদ তিনি কোন কাজই করতে পারেননি
অথচ জেলায় যেখানে তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক নেই সেখানেও যে কাজ হচ্ছে
রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে উন্নয়নমূলক
তা নজিরবিহীন। এই উন্নয়নমূলক কাজের ধারাকে
অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী কে
জিতাতেই হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগারওয়ালা, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, করণ দিঘির বিধায়ক মনোদেব সিনহা, এবং তৃণমূল
কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ । এদিনের সভাকে কেন্দ্র করে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বহু কর্মীরা আসেন হেমতাবাদে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বা্স , কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল , জেলা পরিষদের কর্মদক্ষ পূজা আচার্য ও পম্পা পাল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});