কালিয়াগঞ্জ পৌরসভায় সমাজ কল্যাণ দপ্তরের উদ্দ্যগে দুইদিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক শিশু সুরক্ষার প্রশিক্ষণ
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার জেলা সমাজ কল্যাণ দপ্তরের শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ পৌর সভায় ওয়ার্ড ভিত্তিক শিশু সুরক্ষা প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন শিশুদের অধিকার রক্ষার দায়িত্ব রাহজ সরকারের হলেও শিশুর সুস্থ জীবনের জন্য শিশুর মা ,বাবা এবং সমাজের ভূমিকা কোন অংশেই কম নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিশুদের সুরক্ষা ও তাদের উন্নয়ন মজবুত করতে হলে প্রয়োজন সমাজ ভিত্তিক শিশুরখা সমিতি।সেই কারণেই শিশুদের মা ,বাবা এবং পরিবারের সবাইকেই নিয়েই এই দুইদিনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আই সি ডি এড এর কালিয়াগঞ্জের সিডিপিও কৌস্তভ দাশগুপ্ত,শিশু সুরক্ষা আধিকারিক( এন আই সি) শিখা মৈত্র দত্ত ধ্রুবজিৎ দে(শিশু সুরক্ষা আধিকারিক)স্মোকাসের কো-অর্ডিনেটির কৌশিক চৌধরী, সিমির পক্ষ থেকে রাহুল চক্রবর্তী এবং চাইল্ড লাইনের বিপুল দাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পৌরপিতা বসন্ত রায়, প্রাক্তন পৌর পিতা তথা বর্তমান কমিশনার অরুণকুমার কুমার সরকার সরকার,কমিশনার গনেন্দ্র নারায়ন মজুমদার,কমিশনার মঞ্জুরী দত্ত দাম,কমিশনার অমিত দেবগুপ্ত,পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই প্রশিক্ষণ শিবিরে অত্যন্ত আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শিশুদের মা বাবা সহ আত্মীয় পরিজন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});