ব্যাথা
1 min readডঃ গৌর গোপাল সরকার
সমুদ্রে নিহিত অতল গহ্বরে
অনন্ত জলরাশির মুক্তার মধ্যে,
ডুবে থাকতে থাকতে মনে হয়,
আমি যেন এক,
স্কুল মন্দিরের নীচে শুয়ে থাকা,
নিঃসঙ্গ ঘণ্টা।
বহু কাল ধরে জমে থাকা,
হাঁটুর ব্যথায়,
দিন ভোর বেজে যায় হাঁপানির খঞ্জনি,
আঁধারে আঁচলে ঢাকা
স্কুলের নিঃসঙ্গ ঘণ্টা,
দুঃখের জোনাকি হয়ে
গোবি-সাহারার বুকে
তৃষ্ণার মেঘ জমায় প্রতিটি মুহূর্তে ঝরে যায়
তৃষ্ণার আনন্দ।