কালিয়াগঞ্জে প্রতীতির সাহিত্য আসরে সহিষ্ণুতা ও অসহিষ্ণুতা উপর আলোচনা জমে উঠলো
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-–উত্তর দিনাজপুর জেলার ভ্রাম্যমাণ সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থার উদ্দ্যগে রবিবার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ভবনে কবি ও সাহিত্যিক দের মিলন মেলার রূপ নিয়েছিল।এই সাহিত্যের আসরে অসহিষ্ণুতা ও সহিষ্ণুতা; অতীত ও বর্তমান” বিষয়ে একটি মনোজ্ঞ আলোচনা হয়ে গেলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তথা প্রতীতির যুগ্ম সম্পাদক অরুন কুমার দাস। দীর্ঘক্ষণ ধরে তিনি তাঁর আলোচনায় অতীত থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে অসহিষ্ণুতা ও সহিষ্ণুতার বিবরণ তুলে ধরলেন প্রাঞ্জল ভাষায়।।রাজ্য,দেশ ও আন্তর্জাতিক স্তরে অসহিষ্ণুতা ও সহিষ্ণুতার ঘটনাগুলো উঠে এল তাঁর আলোচনায়।সাহিত্যের আসরের আলোচনা হল সমৃদ্ধ।আলোচনা শেষে নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য রাখেন রায়গঞ্জের বিশিষ্ট কবি যাদব চৌধুরী, কবি অঞ্জন রায়,কবি শুভব্রত লাহিড়ী,অধ্যাপক সুকুমার বারুই ও রাজকুমার জাজোদিযা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানের শুরুতেই ছিল”মহুয়া আইচের সুন্দর কন্ঠে আনন্দলোকে মঙ্গলালোকে-সঙ্গীত যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সভায় সভাপতিত্ব করেন কালিয়াগঞ্জের বিশিষ্ট কবি রাজকুমার জাজোদিয়া। প্রথম পর্বে কালিয়াগঞ্জ, কুশুমন্ডি,রায়গঞ্জ ও টুঙ্গিদিঘীর একঝাঁক কবিদের স্বরচিত কবিতাপাঠ সভাতে আনে অন্য মাত্রা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন বর্ষিয়ান কবি অরুন চক্রবর্তী, কবি বিমল দে,কবি দীপা চৌধুরী, সুমনা পাল মুখার্জী, কবি নিবারণ দাস, ছড়াকার তুহিন চন্দ,প্রধান শিক্ষক কবি অভিজিৎ কুমার দত্ত প্রদীপ কুমার রায়, অনিরুদ্ধ কুন্ডু , অনুভা সরকার মন্ডল,শরদিন্দু দেবশর্মা,অনিন্দিতা দাস চক্রবর্তী অধ্যাপক সুকুমার বাড়ুই বঙ্কিম রায়,আল্পনা সরকার,আয়ুসী সাহা,বিপুল মৈত্র,দেবজ্যোতি কাজল , সুমনা পাল, অনিমেষ বর্মন, অজিত ঘোষ,স্বর্ণময় অধিকারী, ধিতশ্রী রায়, বিনয় লাহা সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন স্থান থেকে আগত কবি সাহিত্যিকদের প্রতীতির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতীতি র কার্যকরী সভাপতি সাংবাদিক ও সঙ্গীতশিল্পী তপন চক্রবর্তী।১৯৭৭ সালে প্রতিষ্ঠিত প্রতীতি সাহিত্য সংস্থা প্রতি মাসেই সুস্থ সংস্কৃতির চর্চার স্বার্থে বিগত ৪২টি বছর ধরে সবার সহ যোগীতা নিয়ে এই কর্মকান্ড করে আসছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জের উঠতি কবি সাহিত্যিকদের কাছে আবেদন জানান তারা বেশি বেশি করে এই সংস্থার সাথে যুক্ত হয়ে সংস্থার সুনাম বজায় রাখবার আহবান জানান সংস্থার উপদেষ্টা রাজ কুমার জাজদিয়া। সমগ্র অনুষ্ঠানট অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন কবি তথা সংস্থার অন্যতম সদস্য ড. কাঞ্চন কুমার দে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});