December 22, 2024

আম্বানি কন্যার বিয়েতে কি থাকছে আয়োজন ?

1 min read

ভারতের শীর্ষ ধনী মুকেশ
আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানির বিয়ে ঘিরে শুরু হয়েছে তুঘলকি কাণ্ড। ব্যাপক
ব্যয়বহুল এই বিয়ের আয়োজন ঘিরে অাম্বানির আবাস অ্যান্টিলিয়ার আশপাশের এলাকায় সাজ
সাজ রব উঠেছে। বুধবার দেশটির আরেক ধনকুবেরের ছেলে পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে
চলেছেন ঈশা আম্বানি।

এশিয়ার এক নাম্বার ও বিশ্বের ১৮তম ধনী মুকেশ আম্বানির
ব্যক্তিগত বাসভবন অ্যান্টিলিয়া দেখলে যে কারো মনে হবে এটি কোনো রাজদরবার। প্রতি
মাসে এই বাড়ির বিদ্যুৎ ব্যয় ৭০ লাখ টাকারও বেশি। সেই অ্যান্টিলিয়া সেজে উঠেছে
গোলাপের তোড়া ও প্রদীপের আলোয়। এখানেই আনন্দ পিরামলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন
ঈশা।প্রি-ওয়েডিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন
সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও জন কেরিও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 রাজস্থানের উদয়পুরের মতো
মুম্বাইয়েও আজ বিয়ের মূল আয়োজনে আসছেন হাই প্রোফাইল তারকা ও মন্ত্রীরা।
প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি অাম্বানি কন্যার বিয়েতে উপস্থিত থাকবেন কি-না তা নিয়ে জল্পনা থাকলেও
দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
, স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনাথ সিংহ
, পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
, বিজয়
রুপাণি
, চন্দ্রবাবু
নাইডু
, প্রকাশ
জাভড়েকর উপস্থিত থাকবেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

মুম্বাইয়ে মুকেশ
আম্বানির ২৭ তলার আবাসন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
মুম্বাইয়ের প্রায় সব পাঁচ তারকা হোটেল বুক করা হয়েছে অতিথিদের জন্য। আম্বানির বাসভবনের
অাশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্যও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।আগামী
শুক্রবার আয়োজন করা হয়েছে ওপেন এয়ার রিসেপশনের। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি
বিলাসবহুল বাগানে এই আয়োজন করা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 এতে অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও
পণ্ডিত জাকির হোসেনের পারফরম্যান্স থাকছে।শনিবার
রিলায়েন্স ও পিরামল গ্রুপের জন্য থাকছে বিশেষ রিসেপশন। অাম্বানি পরিবারের গৃহদেবতা
শ্রীনাথের পুজা দিয়ে আজ শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। এরপর রয়েছে গায়ে হলুদ অনুষ্ঠান।
ঈশা
অাম্বানি কি মণীশ মালহোত্রর পোশাক পরবেন নাকি সব্যসাচী মুখোপাধ্যায়ের? তা নিয়েও রয়েছে
জল্পনা। মেয়ের বিয়ের জন্য অ্যাপস বানিয়ে ফেলেছেন অাম্বানি। কোনো অসুবিধা হলে উত্তর
দেবে সেই অ্যাপস। কী ধরনের ড্রেস কোড থাকছে
, অতিথিদের জন্য কী
কী অনুষ্ঠান রয়েছে
, তাও জানিয়ে দেবে এই অ্যাপস।অাম্বানী মেয়ের প্রি-ওয়েডিংয়েই ছিল
পৃথিবীর প্রায় প্রতিটি দেশের ডেজার্ট। ছিল এলাহি খাবারের আয়োজন। বুধবার বিয়ের মূল
আয়োজনে ৮০০ অতিথির অংশ নেয়ার কথা রয়েছে।এছারা দেশের সবচেয়ে ধনী পরিবারের মেয়ের
বিয়ে বলে কথা। কোন কিছুতেই কমতি রাখা যাবে না। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে চারদিকে
উৎসবের আমেজ তৈরি হয়েছে।
১২ ডিসেম্বর ভারতের সবচেয়ে ধনী
মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়ে। পাত্র আনন্দ পিরামল। রাজস্থানের উদয়পুরে ৮ ও ৯
ডিসেম্বর হবে উৎসব। পুরো শহরই সেজে উঠেছে এই বিয়েকে কেন্দ্র করে।চলতি সপ্তাহে
উদয়পুর বিমানবন্দরে ২শ
টিরও বেশি ভাড়া করা বিমান ওঠানামা করবে। অবশ্য শুধু আম্বানিরাই নন, ভোটের প্রচারে
আসা নেতারাও রয়েছেন এতে।সাধারণত উদয়পুরের মহারানা প্রতাপ বিমানবন্দরে প্রতিদিন
১৯টি বিমানের ফ্লাইট চলাচল করে। কিন্তু আম্বানির মেয়ের বিয়ে উপলক্ষে অনেক বেশি
বিমানের ফ্লাইট চলাচল করবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আম্বানিরা শহরের সব ফাইভ স্টার হোটেল বুক করে নিয়েছেন।
বিভিন্ন দেশ থেকে বহু অতিথি আসছেন উদয়পুরে।অতিথিদের যাওয়া আসার জন্য ভাড়া করা
হয়েছে ১শ
টিরও বেশি বিলাসবহুল গাড়ি। জাগুয়ার, মার্সিডিস, পোর্শে, অডি, বিএমডব্লিউয়ের
ছড়াছড়ি। বিবাহপূর্ব অনুষ্ঠানের পর আম্বানিরা ফিরে যাবেন মুম্বাই। বিয়ে হবে
সেখানেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *