December 22, 2024

কালিয়াগঞ্জ নজমুতে দিনাজপুর কৃষ্টি প্রযোজিত প্রতিবিম্ব

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-বুধবার উত্তর দিনাজপুর জেলার কাকিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে দিনাজপুরের কৃষ্টি প্রযোজিত নাটক প্রতিবিম্ব মঞ্চস্থ হয়।নাটক-মহেশ এলকুঞ্জওয়ার,অনুবাদ জয়ন্তী বসু,সঙ্গীত দিশারী,আলো সুদীপ সান্যাল,চলচিত্র গ্রহণ দেবলীনা মজুমদার,চলচিত্র সম্পাদনা ফারাহ খাতুন,শব্দ প্রক্ষেপনে দুর্গা পদ ঢালি,প্রযোজনা নিয়ন্ত্রক চিরঞ্জয় দাস।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রতিবিম্ব নাটকের অভিনয়ে ছিলেন খেয়ালী দস্তিদার,সুরজিৎ ঘোষ, চন্দনা চক্রবর্তী ও তুহিন মুখার্জী।দিনাজপুরের কৃষ্টির কলাকুশলীদের অভিনয় সমৃদ্ধ করেছে নজমু প্রেক্ষাগৃহের উপস্থিত প্রত্যেকটি দর্শককে বলে জানা যায়। প্রেক্ষাগৃহে উপস্থিত নাট্য ব্যক্তিত্ব বিভু ভূষণ সাহা,সান্তনু দাস,নন্দ ঘোষ সৌমেশ লাহিড়ী জানান অনেকদিন বাদে একটি নুতন স্বাদের নাটক দেখে তারা মুগ্ধ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *