ছড়া–বৃষ্টির উল্লাস
1 min read
অভিজিৎ কুমার দত্ত পেশায় একজন দক্ষ প্রধান শিক্ষক হলেও তার নেশা কবিতা লেখা।অভিজিৎ দত্ত রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চবিদ্যালয়ের মত একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার হলেও অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি প্রায় প্রতিদিন কমপক্ষে একটি করে কবিতা লিখা তার প্রতিদিনের রুটিনের মধ্যেই পরে।আজ কবি অভিজিৎ দত্তের একটি কবিতা বর্তমানের কথা পোর্টালের মাধ্যমে আপনাদের দরবারে হাজির করলাম।
ছড়া–বৃষ্টির উল্লাস
শরতের আকাশে তে হঠাৎ উদয় কিমিউ লাস,
তাই দেখে কবি মনে সে কি উল্লাস..!!
এই বুঝি এলো ধেয়ে মৌসুমী দল
জানালার গা বেয়ে জল-কোলাহল।
মেলাবে এক্ষুনি তবে সোদা সোদা ঘ্রান-
গাছপালা সবুজ সব ফিরে পাবে প্রাণ।
চারিদিকে হই হই ওই এলো বান
বৃষ্টির শব্দেতে মন আনচান।
মন চায় -এই ছুটে চলে যাই দূরে
ফিরে যাই় ছোটবেলা, সব কিছু ছেড়ে।