December 22, 2024

চোপড়ার বদিগছ গ্রামে রান্না ঘরে আগুন লেগে ভস্মীভূত ৪টি পরিবার

1 min read
জয়দেব গোপ চোপড়া:চোপড়ার বদিগছ গ্রামে রান্না ঘরে আগুন লেগে ভস্মীভূত ৪টি পরিবার। আংশিক ক্ষতি আরও এক পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে এগারোটায় প্রথমে আশ্বিন সিংহের রান্না ঘরে আগুন লাগে এরপর  ওই আগুনে রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এবং পাশের ঘরে রাখা একটি বাইকে আগুন লেগে সেই বাইকের ট্যাংক ব্লাস্ট হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা ।গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো হলেও মুহূর্তের মধ্যে ৪টি পরিবারের ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে যায়। ইসলামপুর দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। ইসলামপুর দমকল কেন্দ্র থেকে ৪০-৪৫কিমি পথ আসতে ততক্ষনে সব পুড়ে শেষ হয়ে যায়। ধান পাট নগদ অর্থ বাইক টিভি, সহ ক্ষতি অনেক। ঘটনাস্থলে পৌছেন মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত প্রধান শহর বানু, এবং পরিমল ভৌমিক,একরামুল হক। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক সাহায্য দেওয়ার আশ্বাস দেয়। ক্ষতিগ্রস্থ আশ্বিন সিংহ জানান, বিদ্যুতের তারে লিক হয়ে রান্না ঘরে আগুন লাগে ।পরে ওই আগুনে গ্যাস সিলিন্ডার এবং বাইকের ট্যাংক ব্লাস্ট হয়ে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যে ৪টি পরিবারের ঘর বাড়ি সব ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ৪টি পরিবার এখন সরকারি সাহায্যেরঅপেক্ষায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *