December 22, 2024

খোলাখুলি মেজাজে আরিয়ান

1 min read

নীল রাজার দেশের সেই ছোট্ট আরিয়ান আজকের স্টার টলিউড র সুপারস্টার। সব মানুষের মনে আজ হ্যাকার হয়ে রাজ করছে । তিনি বলেন ছোটো থেকেই অভিনয় আমার সব ।

 অভিনয় ছাড়া কখনো কিছু ভাবি নি। তার পরবর্তি ছবি হ্যাকার একটি বার্তা বহনকারী ছবি। তার আগের যে ছবি গুলো ছিল সেগুলো এক একটা বক্স অফিক্সে বিশাল মাপের হিট খাওয়া ছবি । হ্যাকার র জন্য তাকে খুব পরিমানে নিজেকে তৈরি করতে হয়েছে। শারীরিক এবং মানসিক ভাবে দুটোই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সি টি এন টিভি এবং নিউজ বাংলা র কাছে তিনি জানায় হ্যাকার এ আমার চরিত্র খুব চ্যালেঞ্জে র । এনা সাহা তার বিপরীতে কাজ করেছে। ইতিমধ্যে ” কি করে বোঝাবো বল” গান টি সবার মুখে মুখে ।

 শুধু তাই নয় সবার কলার টিউন এ । আর ট্রেলার দেখার পর সকল মানুষের র এই ছবি টি দেখার প্রবণতা আরো বেড়ে গেছে। ডিসেম্বর মাসে এই ছবি টি নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সকল কে অনুরোধ করা হচ্ছে হলে গিয়ে সিনেমা টি দেখতে যাবার জন্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *