রাধিকাপুরে ৩৮দলীয় ক্রিকেটে বোগদুয়ার চাম্পিয়ন
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ৩৮ দলীয় ক্রিকেট খেলায় নাইন এস চকদিলাল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোগদুয়ার ক্লাব।রাধিকাপুর সেবা সংঘের সম্পাদক রাজীব দাস বলেন গ্রামে তাদের খেলার মাঠ নেই তাতে কি হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধানি জমির মধ্যে ক্রিকেটের খেলার মত সাময়িক মাঠ তৈরী করে গ্রামের উৎসাহী যুবকেরা সেবা সংঘের মাধ্যমে তারা খেলার আয়োজন করে।ক্রিকেট খেলায় গঙ্গারামপুর,রায়গঞ্জ কালিয়াগঞ্জ,বুনিয়াদপুর, ফতেপুর প্রভৃতি স্থান থেকে মোট ৩৮টি দল অংশগ্রহন করে।রাধিকাপুর সেবা সংঘের দাবি তারা প্ৰর্শাসনের কাছে খেলার জন্য একটি মাঠের দাবি জানিয়েছেন।গ্রামের ক্রিকেট খেলা দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});