চৌশায় নরবরিয়া শিব মন্দিরে লক্ষাধিক পূর্নাথীদের ভিড় বাবার মাথায় একটু দুধজল দিতে
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর— ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত গ্রাম চৌষায় নড় বরিয়া শিব মন্দিরে বাবার মাথায় দুধ জল দেবার জন্য লক্ষাধিক মানুষের ভীর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ভিড় শুরু হয়েছে গতকাল সোমবার থেকে চৌসায় টাঙন নদীর দুই পাশে বসছে বিশাল মেলা।টাঙ্গন নদীতে স্নান সেরে অনেকেই প্রচন্ড ভিড়ের কারনে মন্দিরে প্রবেশ করবার সুযোগ না পেয়ে অনেকেই নদীতে স্নান পর্ব সেরে নদীর বালু দিয়ে শিবের মূর্তি গড়ে তার মাথায় দুধজল,ফল ধুপকাঠি জ্বালিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাবার পূজা কোন রকমে সেরে নিচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে আসা সব বয়সের ছেলে মেয়ে সবাই দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল অনেক অসুবিধা থাকা সত্ত্বেও অসুবিধে কে কোন অসুবিধে মনে করছে না।
অনেক সময় মনে হচ্ছে হরকা পার্বতীর সেই দৃশ্য।চৌসার নরবরিয়া মেলার দৃশ্য যেন সেই কথা মনে করিয়ে দিল।এতটাই ভীর শুধু বাবা নর বরিয়া বাবাকে একটু স্পর্শ করবার আসা নিয়ে অনেকেই উপস্থিত হয়েছে।কেউ সুযোগ পাচ্ছে কেও আবার পাচ্ছেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু তাতে কোন আক্ষেপ নেই।দর্শনার্থীদের একটাই কথা বাবার মন্দিরে আসার সুযোগ হয়েছে এর চেয়ে আর বড় কি আছে?কুশ মন্ডি ব্লকের প্রত্যন্ত গ্রামে চৌসায় বাবার মন্দিরের কোন পরিকাঠামো না থাকলে কি হবে তাতে কিছু যায় আসেনা।অন্তরের টানে শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয় মালদা, উত্তর দিনাজপুর,পার্শবর্তী ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্ত এসেছে,এসেছে ইসলামপুর, বিধাননগর প্রভৃতি এলাকা থেকেও।
চৌসা নরবরিয়া শিব পূজা কমিটির সম্পাদক ইসমান মুর্মু এক সাক্ষাৎকারে বলেন নর্বরিয়া শিবের মেলা শতাধিক বছর ধরে চলে আসছে।অনেকের কাছে শোনা কথা এই মেলার স্রষ্টা উপায় বলবো বলে হপাই মুর্মু বলে একজন ধর্মপ্রানা ব্যক্তি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});