December 23, 2024

নাটকের শহর বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনে মন্ত্রী গৌতম দেব

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট নাটকের শহরে নাট্য উৎকর্ষ কেন্দ্রের  উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাসদা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস-চেয়ারম্যান বিপ্লব মিত্র,বালুরঘাটের সাংসদ তথা নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক,দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সান্তনু চক্রবর্তী সমাজ সেবী তুহিন শুভ্র মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।পর্যটন মন্ত্রী গৌতম দেব নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করার পর তার বক্তব্যে বলেন নাটকের শহর বালুরঘাটে এই কেন্দ্র গড়তে পেরে  আমরা গর্ব বোধ করছি। এই কেন্দ্রটিকে নাটকের উৎকর্ষ সাধনে ব্যবহার করতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খবর নিয়ে জানা যায় ২০১১সালে রাজ্যের ক্ষমতায় আসর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়  বালুরঘাটে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন নাট্য উৎকর্ষ কেন্দ্রের।রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নাট্য উৎকর্ষ কেন্দ্রের কাজ ২০১২ সালে শুরু হয়।জানা যায় নাট্য উৎকর্ষ কেন্দ্রটি দিল্লির ন্যাশনাল স্কূল অফ ড্রামার সাথে সঙ্গতি রেখেই  তৈরী করা হয়েছে।নাট্য উৎকর্ষ কেন্দ্রে ৮০জন আবাসিকার থাকার সুব্যবস্থা করা হয়েছে। বালুরঘাটের এই নব নির্মিত নাট্য উৎকর্ষ কেন্দ্র নির্মাণে মোট ব্যায় হয় ১২কোটি ৭৭ লক্ষ টাকা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরী হওয়ায় শরহরবাসীরা খুশি হলেও বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষের মন্তব্যে বালুরঘাটের নাট্য সংস্থাগুলি প্রচন্ড ক্ষুব্ধ।সাংসদ নাকি তার বক্তব্যের এক জায়গায় বলেছিলেন  উদ্বোধনী অনুষ্ঠানে নাট্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি তাতে কি এমন হয়েছে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পরবর্তীতে নাট্য উৎসব করার সময় তাদের ডাকা হবে।এই ধরনের মন্তব্য মোটেও কাম্য ছিলনা বলে বালুরঘাটের বেশ কিছু নাট্য সংস্থা  শুধু নয় বালুরঘাট শহরের মানুষ মনে করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *