আন্তর্জাতিক নারী দিবসে শিল্পী লাংচিতি কিস্কু সম্বর্ধিত
1 min read
তপন চক্রবর্তী –শুক্রবার কালিয়াগঞ্জ স্টেট ব্যাঙ্ক (এ ডি বি) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসী সংগীত শিল্পী লাং চিতি কিস্কুকে সম্ভর্ধনা জানানো হল।সম্বর্ধনা দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।সঙ্গীত শিল্পী লাং চিতি কিস্কুকে বিভিন্ন উপহার দেবার সাথে আর্থিক সাহায্য ও করা হয়।
শিল্পী লাং চিতি বলেন এই বয়সে দশম শ্রেণীতে পড়াশুনা করবার সাথে সাথে সঙ্গীত জগতে আসার সমস্ত অনুপ্রেনার মূল উৎস তার বাবা দিলীপ কিস্কু।তাই বাবাকে এই নারী দিবসে আমি বাবাকে সমস্ত কৃতিত্বের মূল কারিগর বলে অভিনন্দন জানাই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ সমাজ সেবী হিরন্ময় সরকার,অমিয় দে, পবিত্র বিশ্বাস, বিপ্লব ভট্টাচার্য্য অপূর্ব চন্দ্র।কালিয়াগঞ্জ স্টেট ব্যাঙ্ক এ ডি বি শাখার চিফ ম্যানেজার অপূর্ব মন্ডল বলেন আন্তর্জাতিক নারী দিবসে আমরা একজন কৃতী ছাত্রীকে সম্বর্ধনা দিতে পেরে গর্ব বোধ করছি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার কেক কেটে সবাইকে দেন।অনুষ্ঠানে এ ডি বি শাখার ১৪টি স্বয়ংবর গোষ্ঠীর দলকে ৩৫হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।অপর দিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থকে ৫ জন ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় যারা প্রত্যেকেই মনমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});