দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হলেন এক মাধ্যমিক ছাত্রী
1 min read
দেবব্রত চক্রবর্তী বৃহস্পতিবার গভীর রাতে চোপড়াতে দুস্কৃতীরা এক পুলিশকর্মীকে গুলি করে খুন করার পর আজ শুক্রবার সকালেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হলেন এক মাধ্যমিক ছাত্রী। এই ঘটনাটিও ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কুমারটোল গ্রামে।আহত ছাত্রীর নাম প্রিয়াংকা সিংহ।
আহত ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয়সূত্রে জানা গিয়েছে, তৃনমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছে প্রিয়াঙ্কা সিংহ নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা গুলি চালিয়েছে। সেই গুলি বিজেপির বুথ সভাপতি সত্যেন সিংহের মেয়ে প্রিয়াঙ্কার পায়ে লাগে।পুলিশসূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার কুমারটোল গ্রামে তৃনমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয়। তৃনমূল কংগ্রসের অভিযোগ বিজেপির কর্মী সমর্থকেরা তাদের পতাকা ছিঁড়ে ফেলে। তাতে বাধা দিতে গেলে বিজেপি ও তৃনমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে গুলি বোমার লড়াই। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপির বুথ সভাপতি সত্যেন সিংহের সিংহের মেয়ে প্রিয়াংকা সিংহ। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস সমর্থকদের গুলিতে সে আহত হয়েছে। তৃনমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তৃনমূলের পালটা অভিযোগ, তাদের দলীয় ছিড়ে ফেলে বিজেপি।তাতে বাধা দিতে গেলেই তারা গুলি বোমা ছোড়ে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});